শাহজাদপুরে কাভার্ড ভ্যানের গতি রোধ করে অগ্নিসংযোগ, চালককে মারধর

সিরাজগঞ্জ জেলার মানচিত্র

সিরাজগঞ্জের শাহজাদপুরে মহাসড়কে ব্রয়লার মুরগিবাহী একটি কাভার্ড ভ্যানের গতি রোধ করে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তাঁরা কাভার্ড ভ্যানের চালক মোহাম্মদ মোখলেসকে মারপিট করেন। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের টেটিয়ারকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

চালক মোখলেসের বাড়ি নেত্রকোনায়। এ ঘটনায় তিনি বাদী হয়ে ১২ জনের বিরুদ্ধে মামলা করেছেন। পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ, চালক ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, কাভার্ড ভ্যানটি কয়েক হাজার মুরগির বাচ্চা নিয়ে গাজীপুরের শ্রীপুর থেকে পাবনার ফরিদপুরে যাচ্ছিল। বুধবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে উপজেলার টেটিয়ারকান্দা এলাকায় পৌঁছালে কাভার্ড ভ্যানের গতি রোধ করে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনে ব্রয়লার মুরগির বাচ্চাগুলো সব পুড়ে যায়। এ সময় তাঁরা কাভার্ড ভ্যানের চালককে মারপিট করে দ্রুত পালিয়ে যান। আগুনের খবর পেয়ে শাহজাদপুর থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে কাভার্ড ভ্যান ও তাতে থাকা সব মুরগির বাচ্চা পুড়ে যায়।

কাভার্ড ভ্যানের চালক মোহাম্মদ মোখলেস বলেন, রাতে ওই মহাসড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ ‘হরতাল, হরতাল’ স্লোগান দিয়ে মোটরসাইকেলে দুজন এসে সামনে দাঁড়িয়ে কাভার্ড ভ্যানটি থামিয়ে তাতে আগুন ধরিয়ে দেন। তিনি নেমে বাধা দিলে তাঁকেও মারধর করেছেন।

আরও পড়ুন

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল বাসার আজ বৃহস্পতিবার দুপুরে প্রথম আলোকে বলেন, এ বিষয়ে মুরগিবাহী কাভার্ড ভ্যানটির চালক মোহাম্মদ মোখলেস বাদী হয়ে ১২ জনকে আসামি করে একটি মামলা করেছেন। তাঁদের মধ্যে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।