সিলেটে তিন দিন ধরে ব্যবসায়ী নিখোঁজ

নিখোঁজ ব্যবসায়ী কাজল রহমান
ছবি: সংগৃহীত

সিলেটে তিন দিন ধরে এক ব্যবসায়ী নিখোঁজ আছেন। কাজল রহমান (৫০) নামের ওই ব্যক্তি সিলেট নগরের সুবিদবাজার এলাকার বাসিন্দা। গত শনিবার দুপুর ১২টার দিকে বাসা থেকে বের হওয়ার পর তাঁর আর খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় রোববার তাঁর স্ত্রী নাসরিন বেগম সিলেট কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

নিখোঁজ ব্যবসায়ীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুর ১২টার দিকে নিজ বাসা থেকে বের হওয়ার পর রাতেও বাড়িতে ফেরেননি কাজল রহমান। তাঁর মুঠোফোন নম্বরটিও বন্ধ পাওয়া যায়। এর পর থেকে পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ নেন। তবে তাঁর সন্ধান পাওয়া যায়নি।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ বলেন, নিখোঁজ ব্যক্তির সব ধরনের তথ্য বিশ্লেষণ করে তদন্ত করছে পুলিশ। পাশাপাশি সন্ধান অব্যাহত আছে।