ফরিদপুরে ছিনতাইকারীদের কোপে জাকের পার্টির সভাপতি জখম
ফরিদপুরে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান (৪৪)। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে শহরের কমলাপুর মহল্লার ঠাকুরবাড়ির মোড় এলাকায় একটি বহুতল ভবনের সামনে এ ঘটনা ঘটে।
মশিউর রহমান ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের রণকাইল গ্রামের বাসিন্দা আবদুল মান্নানের ছেলে। তিনি মান্নান হেরিটেজ নামের ওই বহুতল ভবনে ভাড়ায় থাকেন।
এলাকাবাসী আহত মশিউর রহমানকে উদ্ধার করে প্রথমে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যান। ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজের পরিচালক এনামুল হক বলেন, মশিউর রহমানের দুই হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ হাসপাতালে তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুর্নবাসন প্রতিষ্ঠানে (নিটোর) স্থানান্তর করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে ঢাকায় যাওয়ার কথা ছিল মশিউর রহমানের। এ জন্য তিনি তাঁর ব্যক্তিগত গাড়ির চালককে ফোন দিয়ে ভাড়া বাসার নিচে অপেক্ষা করছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে তিন ছিনতাইকারী এসে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে টাকা ও মুঠোফোন নিয়ে যায়।
এ বিষয়ে মশিউর রহমান বলেন, একটি মোটরসাইকেলে করে ২০–২২ বছর বয়সী তিন তরুণ এসে তাঁর ওপর হামলা চালায়। ছিনতাইকারীরা তার কাছ থেকে ৬৫ হাজার টাকা ও ২টি মুঠোফোন ছিনিয়ে নেয়। তবে একটি ফোন অ্যানালগ হওয়ায় সেটি ফেরত দিয়ে যায়।
সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে পুলিশ জানায়, তিন ছিনতাইকারী ছিনতাই করে চলে যাওয়ার সময় একজন একটু পেছনে পড়ে যায়। মশিউর রহমান তখন ওই ছিনতাইকারীকে জাপটে ধরেন। এ সময় ওই ছিনতাইকারীকে উদ্ধার করতে অপর দুই ছিনতাইকারী এসে মশিউর রহমানের ওপর হামলা চালিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল বলেন, ছিনতাইকারীরাই এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তিনি বলেন, ছিনতাইকারীদের ওই চক্রকে শনাক্ত করে তাদের আটকের জন্য অভিযান শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।
জেলা জাকের পার্টির সভাপতির ওপর এ হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল। তিনি এক বিবৃতিতে এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে আখ্যায়িত করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।