নির্বাচন পরিচালনা কমিটির সূত্রে জানা গেছে, কাউন্সিলে সভাপতি পদে বিজয়ী নাসিম হোসাইন পেয়েছেন ১ হাজার ৬৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মিফতাহ্ আহমদ সিদ্দিকী পান ৭৭৬ ভোট। সাধারণ সম্পাদক পদে বিজয়ী মো. ইমদাদ হোসেন চৌধুরী পেয়েছেন ১ হাজার ৫৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফরহাদ চৌধুরী শামীম পান ৭৭২ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে সৈয়দ সাফেক মাহবুব ৬৫০ ভোট এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম ৬২৩ ভোট পেয়েছেন। কাউন্সিলে মোট ভোটার (কাউন্সিলর) ছিলেন ১ হাজার ৯১৮ জন।

এর আগে সকাল সাড়ে ১০টায় সিলেট রেজিস্ট্রারি মাঠে দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রথম অধিবেশন শেষে বেলা আড়াইটার দিকে দ্বিতীয় অধিবেশন শুরু হয়। দ্বিতীয় অধিবেশনে টানা ভোট গ্রহণের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হয়।