কক্সবাজারে ব্যাডমিন্টন খেলা নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে প্রাণ গেল দুই যুবকের

ছুরিকাঘাত
প্রতীকী ছবি

কক্সবাজারে ব্যাডমিন্টন খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে দুই যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ১১টার দিকে শহরতলির কেন্দ্রীয় বাস টার্মিনাল-সংলগ্ন পূর্ব লারপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত দুজন হলেন পূর্ব লারপাড়ার বাসিন্দা নুরুল হুদার ছেলে কায়সার হামিদ (২৭) ও একই এলাকার আবদুল হামিদ ওরফে মনু ড্রাইভারের ছেলে সায়েদুল ইসলাম (৩২)। নিহত কায়সার গ্রীন লাইন পরিবহনের একটি টিকিট কাউন্টারের নিরাপত্তারক্ষী আর সায়েদুল পেশায় কাঠমিস্ত্রী। তাঁরা সম্পর্কে চাচাতো ভাই। এ ঘটনায় মুফিজ (২৮) নামের ওই এলাকার এক যুবক আহত হয়েছেন।

পুলিশ ও ঘটনার প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাতে পূর্ব লারপাড়ার মাঠে ব্যাডমিন্টন খেলা চলছিল। খেলার একপর্যায়ে আতিক নামের স্থানীয় এক তরুণের সঙ্গে কায়সার ও সায়েদুলের কথা-কাটাকাটি হয়। খবর পেয়ে আতিকের ভাই জয়নাল ও কামাল দা, ছুরি নিয়ে ওই মাঠে এসে কায়সার ও সায়েদুলের ওপর হামলা চালান। একপর্যায়ে হামলাকারীরা কায়সার ও সায়েদুলকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

তৎক্ষণাৎ স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় কায়সার ও সায়েদুলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. আশিকুর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই ওই দুই যুবকের মৃত্যু হয়েছে। দুজনের শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন আছে। গুরুতর জখমে মাত্রাতিরিক্ত রক্তক্ষরণে তাঁদের মৃত্যু হয়েছে।
এদিকে হত্যাকাণ্ডের ঘটনার পর থেকে অভিযুক্ত আতিক ও তাঁর ভাই আত্মগোপনে। তাই অভিযোগের বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

আজ মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল হুদা বলেন, এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। তবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে ওই এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ। নিহত দুই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।