ভূঞাপুরের মেয়রের গাড়িবহরে হামলা, সাংবাদিকসহ আহত ১০

টাঙ্গাইল জেলার মানচিত্র

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ভূঞাপুর পৌরসভার মেয়র মাসুদুল হকের গাড়িবহরে হামলা হয়েছে। এতে তিন সাংবাদিকসহ পৌর মেয়রের কয়েকজন সমর্থক আহত হয়েছেন। হামলার সময় ২টি প্রাইভেট কার ও ১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে গোপালপুর উপজেলার আলমনগর বোর্ডবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র মাসুদুল হক এ হামলার জন্য ওই আসনের সংসদ সদস্য তানভীর হাসানের অনুসারীদের দায়ী করেছেন।

মেয়র মাসুদুল হক অভিযোগ করেন, সোমবার দুপুরে গোপালপুর উপজেলার আলমনগর বোর্ডবাজার এলাকায় কম্বল বিতরণ করতে যান তিনি। সেখানে গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদারের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে। এতে তিনজন সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
আহত সাংবাদিকেরা হলেন ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি অভিজিৎ ঘোষ, ডিবিসি টেলিভিশনের ক্যামেরাপারসন আশিকুর রহমান ও ঢাকা প্রকাশের জেলা প্রতিনিধি ফরমান শেখ। এই তিন সাংবাদিকসহ আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় আজ বিকেল পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সংসদ সদস্য তানভীর হাসানের মুঠোফোনে কল দেওয়া হলে তিনি সাড়া দেননি। গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সম্পাদক সাইফুলের মুঠোফোনে কল দিলে তাঁর ফোনও বন্ধ পাওয়া যায়।

প্রসঙ্গত, ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মাসুদুল হক আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে মনোনয়নপ্রত্যাশী।