মূল্যবান বাক্স ভেবে নেন বাড়িতে, মিলল ২৬টি গুলি
যশোরের মনিরামপুর উপজেলার মাহাতাবনগর এলাকার কপোতাক্ষ নদের খনন করা মাটি সমান করতে গিয়ে বাক্সসদৃশ একটি বস্তু পান আবদুল মোতালেব নামের এক ব্যক্তি। বাড়িতে নিয়ে দেখেন ২৬টি গুলি। এসব গুলি বাক্সটির ভেতরে ছিল।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মাহাতাবনগর এলাকা থেকে বাক্সসদৃশ বস্তুটি পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ রাত ১০টার দিকে এসব উদ্ধার করে। পুলিশের ধারণা, উদ্ধার করা গুলিগুলো স্বাধীনতাযুদ্ধের সময়ের।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মনিরুজ্জামান বলেন, উদ্ধার করা গুলিগুলো এসএমজির। গুলিগুলো মরিচা ধরা। ধারণা করা হচ্ছে, এসব মুক্তিযুদ্ধের সময়ের।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খননযন্ত্র দিয়ে কপোতাক্ষ নদ খনন করা হচ্ছে। খনন করা মাটি নদের পাড়ে স্তূপ করে রাখা হচ্ছে। গতকাল সন্ধ্যায় আবদুল মোতালেব কোদাল দিয়ে মাটির স্তূপ সমান করার কাজ করছিলেন। এ সময় তাঁর কোদালে একটি লোহার বাক্সসদৃশ বস্তুতে আঘাত লাগে। বাক্সটি মূল্যবান ভেবে উঠিয়ে বাড়িতে নিয়ে যান। কাউকে না জানিয়ে বাক্সটি রেখে তারাবিহর নামাজ পড়তে মসজিদে চলে যান। নামাজ শেষে বাড়িতে ফিরে বাক্সটি টিউবওয়েলের পানিতে পরিষ্কার করে তাতে গুলিভর্তি দেখতে পান। তিনি বিষয়টি মুঠোফোনে মনিরামপুর থানার ওসিকে জানান। এরপর পুলিশের একটি দল রাতে এসে এসএমজির মরিচা ধরা ২৬টি গুলি ও বাক্সসদৃশ বস্তুটি উদ্ধার করে।