গোয়ালন্দে ২০ কেজির পাঙ্গাশ ২৮ হাজারে বিক্রি

আজ শুক্রবার সকাল আটটার দিকে দৌলতদিয়ার বাহিরচর এলাকার পদ্মা নদীতে স্থানীয় জেলে কৃষ্ণ হালদারের জালে মাছটি ধরা পড়ে
ছবি: প্রথম আলো

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মায় জেলেদের জালে ২০ কেজি ওজনের একটি পাঙ্গাশ মাছ ধরা পড়েছে। আজ শুক্রবার সকাল আটটার দিকে দৌলতদিয়ার বাহিরচর এলাকার পদ্মা নদীতে স্থানীয় জেলে কৃষ্ণ হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি ২৮ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

জেলে কৃষ্ণ হালদার বলেন, প্রতিদিনের মতো গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি ট্রলারে পদ্মা নদীতে মাছ শিকার করতে যান। তাঁরা রাতে নদীর বিভিন্ন স্থানে জাল ফেলে দীর্ঘক্ষণ মাছ পাননি। রাত শেষে আজ সকাল সাতটার দিকে আরেকবার নদীতে তাঁরা আবার জাল ফেলেন। ঘণ্টাখানেক পর জাল তুলতেই তিনি বড় একটি পাঙ্গাশ মাছ দেখতে পান।

পরে কৃষ্ণ হালদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাট মাছ বাজারের সকু মোল্লার মাছের আড়তে নিয়ে যান। সেখানে নিলামে তোলা হলে মাছ ব্যাবসায়ী মো. লালচাঁদ খান ও মো. মাসুদ মোল্লা ২৬ হাজার টাকায় মাছটি কিনে নেন।

লালচাঁদ খান বলেন, ১ হাজার ৩০০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন তাঁরা। পরে তাঁরা প্রতি কেজি ১০০ টাকা লাভ করে ২৮ হাজার টাকায় স্থানীয় এক ব্যবসায়ীর কাছে মাছটি বিক্রি করেন।

গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা রেজাউল শরিফ বলেন, বছরে নির্দিষ্ট সময়ে ইলিশ মাছ ধরায় নিষেধাজ্ঞা দেওয়ায় এ মাছগুলো বড় হওয়ার সুযোগ পায়। নদীতে পানি বেশি থাকলে পাঙাশ, রুই, কাতলা, বোয়ালসহ দেশীয় বড় প্রজাতির মাছ আরও ধরা পড়বে বলে তিনি আশা করেন।