সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় মাছ বহনকারী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ছয়জন। আজ সোমবার সকালে উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের হাটবোয়ালিয়া বাজারে সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন উপজেলার গাংনী ইউনিয়নের শিবপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে সাজিবুল ইসলাম (৫২) ও শখা মোল্লার ছেলে খাইরুল ইসলাম (৪০)। আহত ব্যক্তিরা হলেন একই গ্রামের আনারুল ইসলাম (৫০), ডানু মন্ডল (৪০), অটোরিকশার চালক সামাদ আলী (৩৫), আনারুল (৩৮), দিপু মন্ডল (২৫) ও আনজেদ আলী (৫০)। তাঁরা সবাই পেশায় কৃষিশ্রমিক।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে শিবপুর গ্রাম থেকে একটি অটোরিকশায় চালকসহ আট কৃষিশ্রমিক কাজের জন্য মেহেরপুরের গাংনী উপজেলার ঝোড়পাড়া গ্রামে যাচ্ছিলেন। অটোরিকশাটি হাটবোয়ালিয়া বাজারে পৌঁছানোর পর কিছু সময়ের জন্য সোনালী ব্যাংকের সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা যশোরগামী মাছ বহনকারী একটি ট্রাক (যশোর-ট-১১-৩৭১০) সজোরে সামনে থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে চালকসহ আট শ্রমিকই আহত হন। স্থানীয় লোকজন ও হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা আহত ব্যক্তিদের উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সাজিবুল ও খাইরুলকে মৃত ঘোষণা করেন।

আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাদী মো. জিয়াউদ্দিন প্রথম আলোকে জানান, আহত ব্যক্তিদের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও চালকের সহকারী পালিয়ে গেছেন। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা পুলিশি হেফাজতে আছে।