খাল দখলে প্রভাবশালীরা জড়িত বলে প্রশাসন এগুলো এড়িয়ে যায়

মুন্সিগঞ্জ সদর উপজেলার পৌর এলাকার দেওভোগ ও শিলমন্দি মৌজার আরএস ম্যাপে ২৫ থেকে ৩০ ফুট চওড়া এবং প্রায় দেড় কিলোমিটার দৈর্ঘ্যের একটি খাল ছিল। সম্প্রতি  স্থানীয় প্রভাবশালীরা খালটি দখল করে বাড়িঘর তৈরি করেছে। এভাবে দখলের কারণে পরিবেশ ও ফসলি জমির আবাদে মারাত্মক প্রভাব পড়ছে। এলাকার জীববৈচিত্র্যও নষ্ট হচ্ছে। বিষয়টি নিয়ে প্রথম আলো কথা বলেছে পরিবেশবাদী সংগঠন নদী বাঁচাও ও পরিবেশ আন্দোলন মুন্সিগঞ্জ শাখার সভাপতি আইনজীবী মুজিবুর রহমানের সঙ্গে।

মুজিবুর রহমান

প্রশ্ন :

প্রথম আলো: দেওভোগ ও  শিলমন্দি মৌজার মধ্যে যে খালটি, সেটি ব্যক্তিমালিকানা সম্পত্তি বানিয়ে দখল করা হলো। এভাবে খাল দখল হতে থাকলে পরিবেশ ও পাশের ফসলি জমির ওপর কেমন প্রভাব পড়বে?

মজিবুর রহমান: পরিবেশের ওপর মারাত্মক প্রভাব পড়বে। খাল দখল হওয়ায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা হবে। কৃষিজমিতে সময়মতো আবাদ করা যাবে না। পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার কারণে স্থানীয় লোকজন ও কৃষককে দুর্ভোগে পড়তে হবে। শুকনা মৌসুমে পানি বঞ্চিত হবে।

প্রশ্ন :

প্রথম আলো: এভাবে খাল ভরাট করে ঘরবাড়ি হচ্ছে, খাল দেখভালের দায়িত্ব কাদের ছিল?

মজিবুর রহমান: যেহেতু খালটি পৌরসভার মধ্যে, প্রথম দায়িত্ব ছিল পৌরসভার। জলাভূমি রক্ষায় পরিবেশ অধিদপ্তরেরও দায়িত্ব বর্তায়। খালটির ওপর নির্ভর করে ফসল আবাদ হতো। তাই ফসলি জমি রক্ষায় কৃষি অধিদপ্তরের খালের ব্যাপারে ভূমিকা রাখতে হবে। এ ছাড়া জনপ্রতিনিধি ও প্রশাসনকেও তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। সর্বোপরি খাল রক্ষা ও উদ্ধারে সাধারণ মানুষকে সচেতন হতে হবে।

প্রশ্ন :

প্রথম আলো: প্রশাসন খাল দেখভাল করে রাখতে পারল না কেন?

মজিবুর রহমান: তাদের মধ্যে দায়িত্ববোধের অভাব আছে। তারা ঠিকমতো তাদের দায়িত্ব পালন করছে না। নদী, খাল বা জলাশয় রক্ষা তাদের দায়িত্ব ছিল। তারা তাদের দায়িত্ব নিয়ে উদাসীন থাকায় দখলদাররা সহজেই সব জলাশয় দখল করে নিচ্ছে।

প্রশ্ন :

প্রথম আলো: খাল ভরাটের সঙ্গে প্রভাবশালী ব্যক্তিরা জড়িত?

মজিবুর রহমান: খাল দখলের সঙ্গে অবশ্যই প্রভাবশালী ব্যক্তিরা জড়িত। তাঁরা প্রভাবশালী হওয়ায় প্রশাসন সব সময় এই ব্যাপার এড়িয়ে যায়। এই সুযোগটা কাজে লাগিয়ে দিন দিন আরও দখল বাড়ছে।

প্রশ্ন :

প্রথম আলো: খাল রক্ষায় প্রশাসন ও আপনারা কী ধরনের উদ্যোগ নিতে পারেন?

মজিবুর রহমান: ফসলি জমি ও জীববৈচিত্র্য রক্ষার জন্য খালটি উদ্ধার করা খুব জরুরি। প্রশাসনের সদিচ্ছা থাকতে হবে। পাশাপাশি জনসচেতনতা বাড়াতে হবে। প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নেওয়া জন্য বাধ্য করতে হবে। এ জন্য গণ–আন্দোলন গড়ে তুলতে হবে।