চাটমোহরে জমি নিয়ে বিরোধে যুবলীগ নেতা খুন

হত্যা
প্রতীকী ছবি

পাবনার চাটমোহরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আনিসুর রহমান (৫০) নামের এক যুবলীগ নেতা খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুরে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের প্রভাকরপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন।

আনিসুর ওই গ্রামের মৃত আকবর আলীর ছেলে। তিনি পার্শ্বডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি ছিলেন।

চাটমোহর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম আনিসুরের দলীয় পরিচয় নিশ্চিত করে বলেন, এটা রাজনৈতিক কোনো বিষয় নয়। জমিসংক্রান্ত বিরোধে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।

আনিসুর রহমানের মাথায় শাবলের আঘাত লাগলে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, যুবলীগ নেতা আনিসুরের সঙ্গে প্রভাকরপাড়া গ্রামের আয়নাল হকের দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে নিয়ে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ সেই জমিতে শুক্রবার দুপুরে আনিসুর রহমান সীমানাপ্রাচীর দিতে যান। এতে বাধা দেন প্রতিপক্ষের লোকজন। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একে অপরের ওপর লাঠিসোঁটা ও দা-শাবল-বঁটি নিয়ে হামলা করে। এ সময় আনিসুর রহমানের মাথায় শাবলের আঘাত লাগলে তিনি গুরুতর আহত হন। পরে আনিসুরসহ আহত ছয়জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

আহত ব্যক্তিদের মধ্যে জাকিরুল সরকার (৪০) নামের একজনের আঘাত গুরুতর হওয়ায় পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যদের চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জিজ্ঞাসাবাদের জন্য তাৎক্ষণিক তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। হাসপাতাল থেকে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।