ফেনীর সেই অস্ত্রধারীরা কোথায়
শেখ হাসিনা সরকারের পতনের আগের দিন ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে নির্বিচার গুলি চালান আওয়ামী লীগের নেতা-কর্মীরা। মহিপালে অস্ত্র হাতে হামলায় অংশ নেওয়া অন্তত ৩০ জনের ছবি ও ভিডিও ফুটেজ ভাইরাল হয়। এই অস্ত্রধারী এবং হত্যাকাণ্ডের নেতৃত্বে থাকা সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের শীর্ষ নেতাদের কেউ গ্রেপ্তার হননি। বরং দেশে–বিদেশে থাকা নেতা–কর্মীরা ফোনে, ভিডিও কলে একে অন্যের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।