পাসপোর্ট ছাড়াই যাতায়াত করায় সাতক্ষীরা সীমান্তে দুজন গ্রেপ্তার

বাংলাদেশ–ভারত সীমান্তপ্রথম আলো ফাইল ছবি

পাসপোর্ট ছাড়াই ভারত থেকে আসার সময় সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার ভোর পাঁচটার দিকে উপজেলার চান্দুরিয়া গোয়ালপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ দুপুরে ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরশাফুল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন সাতক্ষীরা সদর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আবদুল বারীর ছেলে আজিজুল ইসলাম (৫০) ও যশোরের শার্শা উপজেলার গোগা গ্রামের মশিউর রহমানের ছেলে আনিসুর রহমান (১৮)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সূত্রে বিজিবি খবর পায়, ভারত থেকে কয়েকজন অবৈধভাবে বাংলাদেশে ঢুকছেন। এর ভিত্তিতে কলারোয়া উপজেলার চান্দুরিয়া বিওপির একটি দল কলারোয়ার চান্দুরিয়া গোয়ালপাড়া এলাকায় অভিযান চালায়। ভোর পাঁচটার দিকে সীমান্তের ওপার থেকে আসা দুজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় তথ্যের ভিত্তিতে তাঁদের নাম-ঠিকানা পাওয়া যায়।

পাসপোর্টবিহীন অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে ওই দুজনকে আসামি করে কলারোয়া থানায় মামলা করেছেন চান্দুরিয়া বিওপির হাবিলদার নাসিম উদ্দিন। পরে তাঁদের কলারোয়া থানায় হস্তান্তর করা হয়।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন বলেন, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারত ও বাংলাদেশে যাতায়াতের অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। ওই মামলায় দুই আসামিকে থানায় হস্তান্তর করেছে বিজিবি।