চকরিয়ায় লরিচাপায় মা-মেয়ে নিহতের ঘটনায় চালক সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার

গ্রেপ্তার লরিচালক মাসুদুর রহমান
ছবি: র‌্যাবের সৌজন্যে

কক্সবাজারের চকরিয়া উপজেলার বানিয়ারছড়া এলাকায় মহাসড়কে লরিচাপায় মা-মেয়ে নিহত হওয়ার ঘটনায় লরিচালক মাসুদুর রহমান ওরফে বাদশাকে (৩৯) গ্রেপ্তার করেছে র‌্যাব। তিনি নোয়াখালী সুধারামপুরের রফিক উল্লাহর ছেলে। গতকাল বুধবার চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

কক্সবাজার কার্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৫–এর অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর সৈয়দ সাদিকুল হক। তিনি বলেন, দুর্ঘটনার পর নিহত ব্যক্তির স্বামী আবদুস সালাম বাদী হয়ে লরির অজ্ঞাতনামা চালককে আসামি করে চকরিয়া থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা করেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পলাতক চালক মাসুদুরকে গ্রেপ্তার করা হয়। তাঁকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, ২৪ আগস্ট বিকেলে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বানিয়ারছড়ার আমতলী এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চট্টগ্রামমুখী একটি ট্যাংকলরি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা ছয় যাত্রী গুরুতর আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুই নারীকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তিরা হলেন—পেকুয়া উপজেলার মগনামা লঞ্চঘাট এলাকার বাসিন্দা আবদুস সালামের স্ত্রী রোকেয়া বেগম (৪৫) ও তাঁর মেয়ে জেসমিন আক্তার। জেসমিন আক্তার প্রসব বেদনা নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। এ ঘটনায় তাঁর অনাগত সন্তানও মারা যায়।