টঙ্গিবাড়ীতে নিখোঁজের ১৪ দিন পর শিশুর লাশ উদ্ধার, ডান হাতের সব আঙুল কাটা

লাশ
প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় নিখোঁজের ১৪ দিন পর দুই বছরের শিশু তাকোয়া আক্তার ফাতেমার লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার রাউৎভোগ এলাকার একটি জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়। এ সময় শিশুটির ডান হাতের সব আঙুল কাটা ছিল।

নিহত তাকোয়া আক্তার রাউৎভোগ এলাকার নুরে আলম মোড়ল ও মরিয়ম বেগম দম্পতির মেয়ে। গত ২৮ জানুয়ারি দুপুর থেকে তাকোয়া নিখোঁজ ছিল। এ ঘটনায় ১ ও ২ ফেব্রুয়ারি প্রতিবেশী আলিনুর স্বপ্না (৩৫) ও মুক্তার হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

তাকোয়ার পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই দিন দুপুরে তাকোয়া তাঁর মা মরিয়মের সঙ্গে রান্নাঘরের পাশে উঠানে খেলা করছিল। এ সময় রান্নাঘর থেকে ঘরে খাবার রাখতে যান মরিয়ম। খাবার রেখে উঠানে এসে দেখেন তাঁর মেয়ে সেখানে নেই। পরে আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকোয়ার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে থানায় সাধারণ ডায়েরি করেন নিখোঁজ তাকোয়ার বাবা নুরে আলম মোড়ল।

পুলিশ জানায়, আজ সকালে রাউৎভোগ এলাকার একটি জঙ্গল থেকে দুর্গন্ধ পান স্থানীয় লোকজন। পরে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে স্থানীয় লোকজন তাকোয়ার আঙুল কাটা লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।

নিহত তাকোয়ার মা মরিয়ম বেগম বলেন, নিখোঁজের কয়েক দিন পর ফাতেমাকে অপহরণ করা হয়েছে জানিয়ে দুই ব্যক্তি মুঠোফোনে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিলেন। মুক্তিপণের টাকা না পাওয়ায় তাঁর মেয়েকে অপহরণকারীরা হত্যা করেছেন বলে দাবি করেন তিনি।

এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিব খান বলেন, সকাল ১০টার দিকে ওই শিশুর বাড়ির পশ্চিম পাশের জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। লাশটি উদ্ধারের সময় ওই শিশুর ডান হাতের কোনো আঙুল ছিল না। লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।