হাট মাতাচ্ছে ‘জিল্লু’, এক দাম সাড়ে পাঁচ লাখ

১৪ মণ ওজনের জিল্লুর দাম হাঁকা হচ্ছে সাড়ে ৫ লাখ টাকা। আজ বেলা ৩টায় চট্টগ্রাম নগরের কর্ণফুলী পশুর হাটেছবি: জুয়েল শীল

‘মামু হাট ঘুরি চঅ, এরহম গরু আর নঅ পাইবা। নাম অইলদে জিল্লু। এব্বেরে ফার্স্টক্লাস। এক দাম সাড়ে ৫ লাখ।’ এভাবেই চট্টগ্রামের ভাষায় এক ক্রেতার মনোযোগ আকর্ষণ করছিলেন ব্যাপারী মোহাম্মদ লানু। তাঁর কথা বাংলায় দাঁড়ায়, ‘হাট ঘুরে দেখেন, এ রকম গরু আর পাবেন না। নাম হলো জিল্লু। একেবারে ফার্স্টক্লাস। এক দাম সাড়ে ৫ লাখ।’

জিল্লুর দেখা পাওয়া গেল আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরের বহদ্দারহাটের এক কিলোমিটার এলাকায় বসা কর্ণফুলী পশুর হাটে। হাটে ঢুকতেই এক পাশে খুঁটিতে বেঁধে রাখা হয়েছে জিল্লুকে। শিশুরা গরুটির মাথায় কখনো হাত বোলাচ্ছিল। কেউ সেলফি তুলছিল।

ব্যাপারী মোহাম্মদ লানু জানালেন, চন্দনাইশ থেকে ১০টি গরু নিয়ে এসেছেন তাঁরা। মাত্র দুটি বিক্রি হয়েছে। এর মধ্যে জিল্লুর দাম চাইছেন সাড়ে ৫ লাখ টাকা। এটি ওজনে প্রায় ১৪ মণ। প্রতি বেলায় ভাত, ভুসি, মিষ্টিকুমড়া, ছোলা, সবুজ ঘাসসহ নানা খাবার খাওয়াতে হয়। জিল্লুর বয়স প্রায় তিন বছর।

আক্ষেপ করে এ ব্যাপারী বলেন, ‘সবাই দেখে দেখে চলে যাচ্ছেন। কেউ কেউ ছবি তুলছেন। কিন্তু কাছাকাছি দামও কেউ বলছেন না। তবে আমরা আশাবাদী, কাল শুক্রবারের মধ্যেই জিল্লুসহ বাকি সব গরু বিক্রি হয়ে যাবে।’

কিছুদিন আগে শাকিব খান অভিনীত বরবাদ নামের একটি সিনেমা মুক্তি পায়। ওই সিনেমায় অভিনয় করে ভারতীয় অভিনেতা স্যাম ভট্টাচার্য ব্যাপক পরিচিতি পেয়েছেন। সিনেমাটিতে শাকিব খানের ব্যক্তিগত সহকারী ‘জিল্লু’ চরিত্রে দেখা গেছে তাঁকে। মূলত তাঁর উদ্দেশে শাকিব খানের একটি সংলাপ বেশ ভাইরাল হয়েছে। এটি হলো, ‘ওই জিল্লু, মাল দে’। ব্যাপারী মোহাম্মদ লানু মূলত ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য গরুটির নাম দিয়েছেন ‘জিল্লু’।

পশুর হাটে ক্রেতার ভিড়। আজ বিকেলে চট্টগ্রাম নগরের কর্ণফুলী পশুর হাটে
ছবি: প্রথম আলো

জমে উঠেছে বেচাকেনা

এবার ১৪টি গরু নিয়ে কুষ্টিয়া থেকে এসেছিলেন তোফাজ্জল হোসেন ও চারজনের একটা দল। আজ দুপুরে হাটে ঢুকতেই তাঁদের বসে গল্প করতে দেখা গেল। জানালেন, চার দিনেই সব কটি গরু বিক্রি হয়ে গেছে। সবচেয়ে বড় গরুটি বিক্রি করেছেন ৩ লাখ ২০ হাজার টাকায়। আর ছোট গরুর দাম নিয়েছেন ৯৩ হাজার টাকা। এতে দারুণ খুশি। এখন ঘরে ফেরার অপেক্ষায় তাঁরা।

তোফাজ্জলের সফরসঙ্গী হয়েছেন মোহাম্মদ তরিকুল ইসলাম। তাঁদের বাড়িও একই জায়গায়। তরিকুল প্রথম আলোকে বলেন, গত দুদিনে সব গরু বিক্রি হয়ে গেছে। আজকে বিক্রি হয়েছে দুটি। হাট এখন জমে উঠেছে। ক্রেতারা আসছেন। পছন্দ হলে দরাদরি করে কিনে নিচ্ছেন।

সাতকানিয়া থেকে ২০টি গরু নিয়ে এসেছিলেন মোহাম্মদ মামুন ও তাঁর দল। ইতিমধ্যে ১০টি গরু বিক্রি হয়ে গেছে। বাকি গরুও বিক্রি হয়ে যাবে বলে আশাবাদী তিনি। তাঁর কাছে পাওয়া গেল ‘বাংলার বাঘকে’। ১৩ মণের এই গরুটির দাম হাঁকা হচ্ছে ৬ লাখ। তবে ক্রেতাদের জন্য রেখেছেন দরাদরি করার সুযোগ। মামুন বলেন, এই গরুর পেছনে প্রতিদিন ৪০০ থেকে ৫০০ টাকা খরচ হয়। বিভিন্ন ধরনের খাবার খাওয়াতে হয়।

হাটের ব্যাপারীরা বলছেন, এবার বড়-ছোট মিলিয়ে বিক্রি হচ্ছে। দুই থেকে তিন লাখ টাকার গরুও বিক্রি হয়েছে। আবার ৭০ থেকে দেড় লাখ টাকার গরুর চাহিদাও বেশি। গতকাল বুধ ও আজ বৃহস্পতিবার বিক্রি বেড়েছে। কাল আরও জমে উঠবে।

হাটে আনা ১৪টি গরু বিক্রি করতে পেরে খুশি তোফাজ্জেল হোসেন। আজ নগরের কর্ণফুলী পশুর হাটে
ছবি: প্রথম আলো

‘দাম না পেলে মানিককে নিয়ে চলে যাব’

বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ ওসমান। পেশায় পুরোদস্তুর কৃষক। বাড়িতে গরু লালন-পালন করেছেন ৪টি। সব কটিই এবার হাটে তুলেছেন। গতকাল দুটি ও আজ সকালে একটি বিক্রি হয়ে গেছে। বাকি ছিল ‘মানিক’। এটির দাম হাঁকছিলেন ১ লাখ ৮০ হাজার টাকা। এক ক্রেতা ১ লাখ ৫০ হাজার চাওয়ার পরও দিলেন না মোহাম্মদ ওসমান। পরে প্রথম আলোকে বলেন, প্রায় চার বছর ধরে গরুটি লালন-পালন করেছেন তিনি। এটিই সবচেয়ে বেশি বয়সের গরু। বড় যত্নে বড় করেছেন তিনি। তাই কাঙ্ক্ষিত দর না পেলে ছাড়বেন না। মানিককে নিয়ে চলে যাবেন বাড়িতে। অবশ্য সন্ধ্যা সাতটা পর্যন্ত গরুটি বিক্রি হয়নি।

জিলহজ মাসের ১০ তারিখ; অর্থাৎ আগামী ৭ জুন দেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে চট্টগ্রামে এবার ১৩টি পশুর হাট বসছে। স্থায়ী হাটগুলোতে বছরজুড়ে গরু-ছাগল বিক্রি হলেও অস্থায়ী হাটগুলোতে জিলহজ মাসের প্রথম ১০ দিন কোরবানির পশু বিক্রি হয়। নগরের এই কর্ণফুলী হাটে বেচাকেনা চলবে ঈদের দিন সকাল পর্যন্ত।