রংপুরে ঈদের দিন চিড়িয়াখানায় শিশু–কিশোরদের আনন্দ-উচ্ছ্বাস

ঈদের দিনে বিভিন্ন রাইডে আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেছে শিশুরা। আজ বৃহস্পতিবার রংপুর বিনোদন উদ্যান ও চিড়িয়াখানায়ছবি: মঈনুল ইসলাম

চারদিকে সবুজ। গাছগাছালির ছায়ায় চৈত্রের খরতাপেও শরীর-মন যেন সতেজ হয়ে ওঠে। শিশুরা দোলনায় চড়ছে। অভিভাবকেরা দাঁড়িয়ে কিংবা বসে আছেন। কেউবা হাঁটছেন। আবার অনেকে পশুপাখি দেখতেও ভিড় করছেন।

আজ বৃহস্পতিবার ঈদের দিন রংপুর বিনোদন উদ্যান ও চিড়িয়াখানায় গিয়ে এমন দৃশ্য দেখা গেছে। শিশু-কিশোর, তরুণ-তরুণী, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে ভিড় করেছেন। বিশেষ করে শিশুদের উপস্থিতি চোখে পড়ার মতো। বাবা-মা, দাদা-দাদি, নানা-নানির হাত ধরে ওরা এসে চিড়িয়াখানায়।

শহরের ভগি বালাপাড়া এলাকার বাসিন্দা সাজ্জাদ হোসেন। তিনি তাঁর চার বছরের শিশুসন্তানসহ ছয়জন প্রতিবেশী শিশু নিয়ে চিড়িয়াখানায় ছুটে এসেছেন। একেক করে তাদের বিভিন্ন রাইডে চড়িয়ে আনন্দ দিচ্ছেন। তিনি বললেন, ‘শিশুসন্তানদের আনন্দের মধ্যেই নিজের আনন্দ খুঁজে পাচ্ছি। শিশুরা কী যে আনন্দ পাচ্ছে, তা তো দেখতেই পাচ্ছেন।’

রংপুর বিনোদন উদ্যান ও চিড়িয়াখানায় শিশুদের ভিড়
ছবি: প্রথম আলো

সকাল গড়িয়ে দুপুর হতে না হতেই রংপুর চিড়িয়াখানায় দেখা যায় মানুষের ঢল। গাছের ছায়ায় মানুষ হাঁটছেন। শিশুরা ছোটাছুটি করছে। নানা ধরনের পশুপাখি দেখার পাশাপাশি দর্শনার্থীরা ঘুরছেন-ফিরছেন।

সন্তানদের নিয়ে এভাবে ঘুরে বেড়ানোয় বেশ আনন্দ লাগছে বলে জানালেন ধাপ এলাকার বাসিন্দা ইমরান হোসেন। তিনি বলেন, ‘ছায়ায় ঘেরা অনেক গাছগাছালি। এভাবে অন্যদিন কখনো সময় হয়ে ওঠে না। তাই তো ঈদের দিন আনন্দ পেতে সন্তানকে নিয়ে এখানে ছুটে এসেছি।’

ঐতিহাসিক তাজহাট জমিদারবাড়িতে ঘুরে বেড়াচ্ছেন দর্শনার্থীরা
ছবি: প্রথম আলো

শহরের রাধাবল্লভ এলাকার বাসিন্দা মমতাজ হোসেন নাতনিকে কোলে নিয়ে এসেছেন। তিনি বলেন, ‘বাড়িতে বসে না থেকে পাশেই চিড়িয়াখানায় ঘুরতে এসেছি। বিভিন্ন পশুপাখি দেখে কোলে বসেই নাতনি কী যে খুশি। ওর আনন্দে আমারও আনন্দ। এই তো আমাদের ঈদ।’

মানুষের আনন্দ-উচ্ছ্বাসে রংপুরের তাজহাট জামিদারবাড়িও যেন রঙিন হয়ে উঠেছে। খোলামেলা নান্দনিক পরিবেশে সেখানকার জাদুঘরে ঘুরতে এসেছেন অনেকেই। শিশু-কিশোরসহ তারুণ্যের উচ্ছ্বাসও লক্ষ করা গেল। বন্ধুরা দল বেঁধে ছুটে এসেছেন। পুরো পরিবার মিলেও বেরিয়েছেন অনেকে। বিনোদনের পাশাপাশি ইতিহাসের সঙ্গেও মিশে যেতে দর্শনার্থীদের ছুটে চলা।

ঐতিহাসিক তাজহাট জমিদারবাড়িতে ঘুরে বেড়াচ্ছেন দর্শনার্থীরা
ছবি: মঈনুল ইসলাম

শহরের মাহিগঞ্জ এলাকার বাসিন্দা আরিফ হাসান। তিনি তাঁর দুই সন্তানকে নিয়ে তাজহাটের সবুজ চত্বরসহ জাদুঘরে ঘুরতে এসেছেন। তিনি বলেন, ‘বাড়ির পাশে এত সুন্দর দর্শনীয় স্থান হলেও সন্তানদের নিয়ে আসা হয় না। এভাবে ঘুরতে আসার মজাই আলাদা।’

এদিকে ঈদের দিন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রতিটি বিনোদনকেন্দ্রে পুলিশের পক্ষ থেকে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানালেন মহানগর পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান।