টাঙ্গাইলে মহাসড়কে যানজট নেই, তবে গাড়ির চাপ বাড়ছে

যানবাহনের চাপ বাড়লেও ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানজট নেই কোথাও। আজ শনিবার দুপুর ১২টার দিকে মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার নগর জলফৈ এলাকায়ছবি: প্রথম আলো

ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে আজ শনিবার দুপুর পর্যন্ত কোনো যানজট হয়নি। তবে মহাসড়কে স্বাভাবিকের চেয়ে বেশি যানবাহন চলাচল করছে।

বঙ্গবন্ধু সেতুর টোলপ্লাজা সূত্রে জানা গেছে, স্বাভাবিক সময়ে প্রতিদিন ১৫ থেকে ১৮ হাজার যানবাহন সেতু পার হয়। তবে গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে গতকাল শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৮ হাজার ৮১০টি যানবাহন সেতু পার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গ থেকে ঢাকার দিকে গিয়েছে ১৬ হাজার ১৭৪টি যানবাহন। আর উত্তরবঙ্গের দিকে গিয়েছে ১২ হাজার ৩৩৬টি যানবাহন। এর আগের ২৪ ঘণ্টায় সেতু পার হয়েছিল ২৪ হাজার ১৮টি যানবাহন।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে যানবাহনের চাপ বাড়তে থাকে। যানজট এড়াতে গতকাল রাত সাড়ে ১১টা থেকে ভোর ৩টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়ক একমুখী করে দেওয়া হয়। ঢাকা থেকে ছেড়ে আসা যানবাহন চার লেনের সড়ক দিয়ে দ্রুত কালিহাতী উপজেলার এলেঙ্গা পর্যন্ত চলে আসতে পারে। কিন্তু এলেঙ্গা থেকে সেতুর পূর্ব প্রান্তের ১৪ কিলোমিটার সংযোগ সড়কের প্রায় আট কিলোমিটার সড়ক এখনো দুই লেনে আছে। তাই চাপ বাড়লে এখানে যানজট লেগে যাওয়ার আশঙ্কা আছে। এ জন্য গতকাল রাতে যানবাহনের চাপ বাড়ার পর এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত শুধু উত্তরবঙ্গগামী যানবাহন চলতে দেওয়া হয়। অন্যদিকে উত্তরবঙ্গ থেকে আসা যানবাহন সেতু পার হওয়ার পর ভূঞাপুর হয়ে বিকল্প রাস্তায় এলেঙ্গা পর্যন্ত চলাচলের ব্যবস্থা করা হয়।

ট্রাফিক পুলিশ সূত্র জানায়, যানবাহনের চাপ বাড়লে আজ এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত রাস্তাটুকু আবার একমুখী করে দেওয়া হবে। শুধু উত্তরবঙ্গগামী যানবাহন এই সড়কে চলবে।

আজ সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া পর্যন্ত ঘুরে কোথাও কোনো যানজট দেখা যায়নি। তবে স্বাভাবিকের চেয়ে যানবাহন বেশি চলতে দেখা যায়।

ঢাকা থেকে প্রাইভেট কার নিয়ে টাঙ্গাইল আসেন শামীম হাসান নামে এক ব্যক্তি। তিনি বলেন, সকাল ৯টার দিকে উত্তরা থেকে রওনা দিয়ে ১২টার মধ্যে টাঙ্গাইল পৌঁছেছেন। আবদুল্লাহপুর ও আশুলিয়ায় কিছুটা যানজটে পড়তে হয়েছিল। এ ছাড়া কোথাও যানজটে পড়তে হয়নি।

টাঙ্গাইলের ট্রাফিক পরিদর্শক রফিকুল ইসলাম সরকার বলেন, যানবাহনের চাপ বাড়লেও এখন পর্যন্ত কোথাও কোনো যানজট হয়নি। আজ যানবাহনের চাপ আরও বাড়তে পারে। আজ থেকে পুলিশ পুরোদমে সড়কে থাকবে বলে জানান তিনি।