নারায়ণগঞ্জে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের বন্দরে মিনি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যাত্রী। আজ রোববার সকাল সাড়ে সাতটার দিকে মদনপুর বাসস্ট্যান্ড–সংলগ্ন ফুলহর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দক্ষিণ লক্ষণখোলা এলাকার তারা মিয়ার ছেলে জহিরুল ইসলাম (৪২) ও গাইবান্ধার মুকুল মিয়া (৪০)। জহিরুল গার্মেন্টসের ঝুট ব্যবসায়ী। মুকুল মিয়া মদনপুরের একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক প্রথম আলোকে বলেন, আজ সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার লক্ষণখোলা বাসস্ট্যান্ড থেকে চারজন যাত্রী নিয়ে অটোরিকশাটি মদনপুর যাচ্ছিল। পথে মদনপুর-মদনগঞ্জ সড়কের ফুলহর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলে যাত্রী জহিরুল ও মুকুল নিহত হন। এ ঘটনায় আহত অটোরকিশাচালক আলতাফ হোসেন ও যাত্রী দুলাল হোসেনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে সহকর্মী নিহত হওয়ার প্রতিবাদে ইপিলিয়ন গার্মেন্টস নামের কারখানার শ্রমিকেরা সকাল সোয়া আটটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। প্রায় ১০ মিনিট পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন প্রথম আলোকে বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় বিক্ষুদ্ধ শ্রমিকেরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।