বান্দরবানের লামায় পর্যটনকেন্দ্রের ব্যবস্থাপক অপহরণ, তিনজন আটক

লামায় মিরিঞ্জা পর্যটনের অবকাশ যাপনকেন্দ্রের ব্যবস্থাপক অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে গ্রেপ্তার তিনজনলামার স্থানীয় সাংবাদিকের তোলা ছবি

বান্দরবানের লামা উপজেলার মিরিঞ্জা পাহাড়ে একটি পর্যটনকেন্দ্রের ব্যবস্থাপককে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার স্থানীয় লোকজন তাঁদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

পুলিশ ও এলাকাবাসী জানান, গতকাল বুধবার রাতে মিরিঞ্জা পর্যটন এলাকার ‘প্যারাডাইস অবকাশযাপনকেন্দ্রে’ ১০ থেকে ১২ জনের একটি দল হামলা চালায়। সন্ত্রাসীরা ওই কেন্দ্রের ব্যবস্থাপক আবদুল খালেককে অপহরণ করে অজ্ঞাত একটি স্থানে আটকে রাখেন এবং তাঁর পরিবারের কাছে ছয় লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।

পরে গভীর রাতে কৌশলে পালিয়ে আসেন আবদুল খালেক। তিনি ফিরে এসে পরিচিত কয়েকজনকে সঙ্গে নিয়ে পার্শ্ববর্তী বাগানপাড়া এলাকায় তল্লাশি চালান। সেখান থেকে তিনজনকে আটক করে পুলিশে দেওয়া হয়।

আটক ব্যক্তিরা হলেন লামার বাগানপাড়ার মনিন্দ্র ত্রিপুরার ছেলে তানিয়াল ত্রিপুরা (৩৬), থানচির বড়মদক এলাকার মেথিয় ত্রিপুরার ছেলে হালিরাম ত্রিপুরা (৩১) ও রুমার বগালেক এলাকার নুথিয় ত্রিপুরার ছেলে রহিম ত্রিপুরা (৩৮)।

লামা পর্যটন মালিক সমিতির সদস্যসচিব মো. সাদেকুর মাওলা ইরাক বলেন, পাড়াবাসী ও স্থানীয় লোকজনের সহযোগিতায় অপহরণকারীদের ধরা সম্ভব হয়েছে। অপহৃত ব্যবস্থাপক আবদুল খালেক বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে মামলা করবেন।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক ভূঁইয়া বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা এখনো সঠিক পরিচয় দিচ্ছেন না। তাঁদের নামে আগেরও মামলা থাকতে পারে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।