চিত্রনায়িকা পপির বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ, থানায় জিডি বোনের

সাদিকা পারভীন পপিফাইল ছবি

চিত্রনায়িকা সাদিকা পারভীনের (পপি) বিরুদ্ধে খুলনায় পৈতৃক সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে গতকাল সন্ধ্যায় খুলনা নগরের সোনাডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাঁর বোন ফিরোজা পারভীন।

জিডিতে উল্লেখ করা হয়েছে, চার বোন ও দুই ভাইয়ের মধ্যে পপি সবার বড়। খুলনা নগরের সোনাডাঙ্গা থানা এলাকায় তাঁদের পৈতৃক বাড়ি। কয়েক বছর ধরে অন্য ভাই-বোনদের বঞ্চিত করে পপি ওই বাড়ি দখলে নেওয়ার চেষ্টা করছেন। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়িটি নিজেদের দখলে নিতে স্বামী আদনান উদ্দিন কামাল, কল্লোল মজুমদার, শিপন নামের কয়েকজনসহ সেখানে যান পপি। এ সময় বাধা দিলে ফিরোজাসহ সবাইকে গালিগালাজ করে দেখে নেওয়ার হুমকি দেন পপি ও তাঁর স্বামী।

পপির বোন ফিরোজা পারভীন জানান, পপি অন্য ভাই-বোনদের বঞ্চিত করে পৈতৃক সম্পত্তি পুরোটাই দখল করতে চান। ২০২৪ সালে ২৬ ফেব্রুয়ারি তাঁদের বাবা মারা গেছেন। এর পর থেকেই সম্পত্তি নিজেদের করে নিতে বিভিন্ন কার্যক্রম করছেন পপি। সম্পত্তি নিতে বাধা দেওয়ায় তাঁদের মেরে ফেলার হুমকি দিয়েছেন পপি ও তাঁর স্বামী।

এ অভিযোগকে অসত্য দাবি করেছেন পপির বিশেষ সহকারী কল্লোল মজুমদার। তিনি পপির পক্ষে প্রথম আলোকে বলেন, ‘কোনো সম্পত্তি দখল নিতে যাওয়া হয়নি। অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। ওই বাড়ির পেছনে পপির নিজের জমি আছে। সেখানে বিদ্যুৎ ও পানির লাইন নিতে দিচ্ছেন না পপির বোন ও ভাইয়েরা। গতকাল লাইন নিতে বিদ্যুতের লোকজনসহ তাঁরা সেখানে গিয়েছিলেন। কিন্তু পপির ভাই-বোনেরা সেই বিদ্যুতের মিটার ছিনতাই করে নিয়ে যান। এর বাইরে আর তেমন কিছু ঘটেনি।’

জিডির বিষয়টি নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। তিনি বলেন, জিডিতে পপির বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।