চাঁদপুরে নদীতে গোসলে নেমে নিখোঁজ, ২০ ঘণ্টা পর লাশ উদ্ধার
চাঁদপুর সদর উপজেলার রামপুরে ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ২০ ঘণ্টা পর এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে চাঁদপুর ফায়ার সার্ভিসের একটি দল তাঁর লাশ উদ্ধার করে।
মৃত ব্যক্তির নাম সফিকুর রহমান পাটোয়ারী (৭২)। তিনি সদর উপজেলার দক্ষিণ রামপুর এলাকার বাসিন্দা। চাঁদপুর ফায়ার সার্ভিস কার্যালয়ের উপপরিচালক সৈয়দ মো. মোরশেদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত সফিকুর রহমানের ভাগনে আল মামুন বলেন, গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার দক্ষিণ রামপুর পাটোয়ারী বাড়ির সামনের ডাকাতিয়া নদীতে তিনি গোসল করতে নামেন। এ সময় নদীর স্রোতে তিনি তলিয়ে গিয়ে নিখোঁজ হন।
ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ ব্যক্তিকে খোঁজাখুঁজি করে। আজ সকালেও তল্লাশি চালানো হয়। একপর্যায়ে সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে অনেক দূরে ছোট সুন্দর বাজারের কাছে লাশটি ভেসে ওঠে। পরে সেখান থেকে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, ওই ঘটনায় কোনো অভিযোগ না থাকায় বেলা সাড়ে ১১টার দিকে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।