রাজশাহী শহরে হরতালের সমর্থনে মিছিল, ৪ শিবির কর্মী আটক

রাজশাহী জেলার মানচিত্র

রাজশাহী নগরে হরতালের সমর্থনে মিছিল করেছে জামায়াতের ছাত্রসংগঠন ছাত্রশিবির। আজ সোমবার রাত পৌনে আটটার দিকে নগরের রেলভবন ও তালাইমারী এলাকায় সংগঠনটির নেতা-কর্মীরা আলাদা দুটি মিছিল বের করেন। রেলভবন এলাকার মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। এ সময় এক শিবির কর্মী আহত হয়েছেন।

পুলিশ তাৎক্ষণিকভাবে আটক কারও নাম-পরিচয় জানায়নি। শিবিরের নেতারাও আটকদের নাম-পরিচয় বলতে পারেননি।

নগরের বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, হরতালের সমর্থনে শিবির মিছিল বের করে। সেখান থেকে পুলিশকে লক্ষ্য করতে ইটপাটকেল নিক্ষেপ করে তারা। এরপর সেখান থেকে চারজনকে আটক করা হয়। শিবিরের ছোড়া ইটে তাদেরই একজন আহত হয়েছেন। তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলা হবে বলে জানান ওসি।

মহানগর শিবিরের প্রচার সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, নগরের রেলভবন এলাকায় সিএনজি স্টেশনে হরতালের সমর্থনে তাঁরা মিছিল করেন। মিছিল শেষ করে যাওয়ার সময় পুলিশ তাঁদের বেশ কয়েকজনকে আটক করেছে। একজন আহত হওয়ার খবর পেয়েছেন। তবে কতজন আটক হয়েছে এবং তাঁদের নাম–পরিচয় এখনো তিনি নিশ্চিত হতে পারেননি। অন্যদিকে তালাইমারী এলাকায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা মিছিল করেছে বলে জানান আবদুল্লাহ আল নোমান।