বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় জাতিসংঘ: ওবায়দুল কাদের
জাতিসংঘ সুষ্ঠু এবং অবাধ নির্বাচন চায়, এ কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হোক, জাতিসংঘ এটা চায়। তবে নির্বাচন নিয়ে বিরোধী দল যেসব শর্তের কথা বলছে, এসব শর্ত নিয়ে তাদের (জাতিসংঘ) কোনো বক্তব্য নেই।
আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নির্বাচন নিয়ে বিরোধী দলের শর্তের ব্যাপারে জাতিসংঘ বলেছে, এটা তোমাদের অভ্যন্তরীণ ব্যাপার। এসব নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। তারা বলছে যে বাংলাদেশে একটা শান্তিপূর্ণ নির্বাচন হলে আমাদের ভালো লাগবে।
বিএনপির দাবির বিষয়ে ওবায়দুল কাদের আরও বলেন, ‘আজকে যে বিষয়গুলো নিয়ে আমাদের বিরোধী দল খুব বেশি সমস্যা তৈরি করছে, সেগুলো হচ্ছে কেয়ারটেকার সরকার, প্রধানমন্ত্রীর পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করা। এসব নিয়ে তাদের (জাতিসংঘ) কোনো উদ্বেগ নেই, মাথাব্যথা নেই।’
জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সঙ্গে বৈঠকে আওয়ামী লীগের বক্তব্য কী ছিল, এই প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা বলেছি, আমরা একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চাই। সেখানে বিএনপি একটা বড় দল হিসেবে অংশগ্রহণ করবে, সেটা আমরা চাই। কারণ, নির্বাচনটা যত বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, তা তত বেশি গ্রহণযোগ্য হবে। সে কারণে আমরা আমাদের ইচ্ছাটা বলেছি যে আমরা একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করতে চাই। যেটা সারা বিশ্বে প্রশংসিত হবে।’
ওবায়দুল কাদের বলেন, ‘আমরা তাদেরকে (বিএনপি) জোর করতে পারি না নির্বাচনে অংশগ্রহণের জন্য। নির্বাচনে অংশ নেওয়াটা তাদের ব্যাপার। কারণ, নির্বাচনটা কারও মাধ্যমে প্রস্তাব করা কোনো সুযোগ নয়। এটা কারও জন্য দয়ার দান নয়। তারা বাংলাদেশে বড় একটা দল হিসেবেই তাদের নির্বাচনে অংশগ্রহণ করা দরকার।
জাতিসংঘের সঙ্গে আজকের আলোচনাটি একটু ভিন্ন ছিল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশের স্বার্থে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ অনেকের সঙ্গেই আমরা আলাপ করলাম। কিন্তু এই আলোচনা একটু ভিন্ন ছিল। কারণ, অন্য আলোচনাগুলো অনেক বেশি নির্বাচন সম্পর্কিত ছিল। এখানে তারা উন্নয়নের ব্যাপারে আলোচনা করেছে। এসডিজি ডেভেলপমেন্ট ফিউচার অব বাংলাদেশ—এগুলো নিয়ে মূলত তারা জানতে চেয়েছে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের যে ব্যাপক উন্নয়ন হয়েছে, এগুলো চোখে দেখে তারা খুশি। সামনে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন রয়েছে, এগুলো তারা জানে। শেখ হাসিনার নেতৃত্বের তাঁরা প্রশংসা করেছেন।’
আলোচনায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলের সদস্য ফারুক খান, আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সম্পাদক সাম্মি আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এবং সংসদ সদস্য মোহাম্মদ এ আরাফাত উপস্থিত ছিলেন।