মাতারবাড়ী তাপবিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

মাতারবাড়ী তাপবিদ্যুৎ নির্মাণ প্রকল্প এলাকা পরিদর্শন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বৃহস্পতিবার দুপুরে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্র এলাকায়
ছবি: সংগৃহীত

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর মাতারবাড়ী তাপবিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি হেলিকপ্টারে করে মাতারবাড়ী তাপবিদ্যুৎ প্রকল্পে যান। পরে তাপবিদ্যুৎ প্রকল্পের সম্মেলনকক্ষে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর কাছে প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের নির্মাণকাজের অগ্রগতির চিত্র তুলে ধরা হয়। এরপর বিদ্যুৎ প্রতিমন্ত্রী মাতারবাড়ী তাপবিদ্যুৎ প্রকল্পের নির্মাণকাজ ঘুরে দেখেন এবং প্রকল্পের কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, মাতারবাড়ী তাপবিদ্যুৎ নির্মাণ প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান কোল পাওয়ারের প্রকল্প পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ, মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইয়াছিন, কোল পাওয়ারের মাতারবাড়ী সাইট অফিসের দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মনোয়ার হোসেন মজুমদার, মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আবু হায়দার, ধলঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান, মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জি এম ছমি উদ্দিন উপস্থিত ছিলেন।

মাতারবাড়ী তাপবিদ্যুৎ প্রকল্প পরিদর্শন শেষে বেলা আড়াইটার দিকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী হেলিকপ্টারে করে মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের সোনারপাড়া এলাকায় যান। সেখানে তিনি মহেশখালীর এসপিএম প্রকল্পের নির্মাণাধীন ট্যাংক ফার্ম পরিদর্শন করেন। এ সময় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ, শাপলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল খালেক চৌধুরী উপস্থিত ছিলেন।

কোল পাওয়ারের প্রকল্প পরিচালক মোহাম্মদ আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, দ্রুতগতিতে এগিয়ে চলেছে মাতারবাড়ী তাপবিদ্যুৎ প্রকল্পের নির্মাণকাজ। ইতিমধ্যে ৭৫ শতাংশ প্রকল্পের কাজ শেষ হয়েছে। তাই এই বছরের শেষে অথবা আগামী বছরের জানুয়ারিতে তাপবিদ্যুৎ প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।

আরও পড়ুন