সিদ্ধিরগঞ্জে বিকল ট্রাক উদ্ধারের সময় আরেক ট্রাকের ধাক্কায় দুই চালকের মৃত্যু
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিকল একটি ট্রাককে রশি দিয়ে বেঁধে অপর একটি ট্রাকের মাধ্যমে টেনে উদ্ধার করার সময় পেছন থেকে আরেকটি ট্রাকের ধাক্কায় দুই চালক নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে শিমরাইল এলাকার রিনালয় সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন শরীয়তপুর জেলার সদর থানা এলাকার মো. সুলতান ঢালী (৫০) এবং একই জেলার ফজলু মাদবরের ছেলে মো. সুমন মিয়া (৪৪)। তাঁরা দুজনই ট্রাকচালক।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় চট্টগ্রামগামী লেনের পাশে রিনালয় সিএনজি পাম্পের সামনে একটি ট্রাক বিকল হয়ে পড়ে। এ সময় বিকল ট্রাকের চালক সুলতান ও অপর একটি ট্রাকের চালক সুমন তাঁর ট্রাকের সঙ্গে রশি দিয়ে বেঁধে বিকল ট্রাকটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছিলেন। পরে দ্রুতগতির আরেকটি ট্রাক এসে থেমে সজোর ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান।
শিমরাইল হাইওয়ে পুলিশের পরিদর্শক আবু নাঈম প্রথম আলোকে বলেন, বিকল একটি ট্রাক অপর একটি ট্রাকের সঙ্গে রশি দিয়ে বেঁধে উদ্ধারকাজ করার সময় পেছন থেকে আরেকটি ট্রাক এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই চালক মারা যান। এ ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক মো. রুবেলকে (৪২) আটক করা হয়েছে।
পরিদর্শক আবু নাঈম আরও জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকচালক রুবেলকে আটক করা হয়েছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।