মোটরসাইকেলে দুই ভায়রা যাচ্ছিলেন হাটে, সড়কে ছিটকে একজনের মৃত্যু

দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলছবি: প্রথম আলো

গাজীপুরের শ্রীপুরে গাড়ির ধাক্কায় সড়কে ছিটকে পড়ে হারুনুর রশিদ (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ছাড়া জাকির হোসেন (৩৮) নামের আরেকজন আহত হয়েছেন। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের মনসুরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হারুন অর রশিদ শ্রীপুরের মাওনা ইউনিয়নের সিমলাপাড়া গ্রামের আহাম্মদ আলীর ছেলে ও স্থানীয় বাজারে মুরগির ব্যবসা করতেন। আহত জাকির হোসেন তাঁর ভায়রা।

স্বজনেরা জানিয়েছেন, প্রতি সোমবার পার্শ্ববর্তী কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া বাজারে হাট বসে। তাঁরা দুই ভায়রা মোটরসাইকেলে সেই হাটে যাচ্ছিলেন। পথে মনসুরাবাদ এলাকায় গিয়ে তাঁরা দুর্ঘটনার শিকার হন। আজ দুপুরে দুর্ঘটনার খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থল গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পথে হারুনের মৃত্যু হয়।

ইসমাইল মিয়া নামের জাকিরের এক স্বজন বলেন, একই মোটরসাইকেলের পেছনে বসেছিলেন জাকির হোসেন। তিনি মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে বেশ আঘাত পেয়েছেন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে স্থানীয় বাসিন্দাদের কয়েকজন জানান, ব্যস্ত সড়কের বেশ কয়েকটি জায়গায় ঝুঁকিপূর্ণ বাঁক আছে। এসব বাঁকে বিপরীতমুখী যানবাহন দেখা যায় না। এভাবে দুর্ঘটনা ঘটে। আজকের দুর্ঘটনাটিও এমন একটি বাঁকে ঘটেছে।

এ বিষয়ে খবর পাওয়ার কথা জানিয়েছেন শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শামীম আখতার। তিনি প্রথম আলোকে বলেন, সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।