মহেশখালীতে প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রজি উল্লাহর অপসারণের দাবিতে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। আজ রোববার সকাল ১০টা থেকে বিদ্যালয়ের সামনে গোরকঘাটা-কালারমারছড়া সড়ক অবরোধ শুরু করে তারা। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার এই প্রধান সড়কটির অবরোধ প্রত্যাহার করা হয়নি। এতে সড়কের উভয় পাশে যানবাহন আটকে পড়ায় যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।
অবরোধকারী শিক্ষার্থীরা জানায়, বিদ্যালয়ের নানা অনিয়ম ও দুর্নীতির জন্য তারা বেশ কিছু দিন ধরে প্রধান শিক্ষকের অপসারণ দাবি করে আসছে। গত বৃহস্পতিবার রাতে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে একই দাবিতে তারা সড়ক অবরোধ করেছিল। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি সমাধানে শিক্ষক ও ছাত্র প্রতিনিধিদের নিয়ে বৈঠকের আশ্বাস দেন। এরপর অবরোধ প্রত্যাহার করা হয়। আজ সকালে ইউএনও কার্যালয়ে বৈঠক হওয়ার কথা। এর মধ্যেই সকাল পৌনে ১০টার দিকে প্রধান শিক্ষকের পক্ষ নিয়ে একজন শিক্ষক ১০ম শ্রেণির এক শিক্ষার্থীকে বিদ্যালয়ের একটি কক্ষে আটকে রাখেন। খবর পেয়ে অন্য শিক্ষার্থীরা তাকে উদ্ধারের পর আবারও সড়ক অবরোধ করে।
যে শিক্ষার্থীকে বিদ্যালয়ে আটকে রাখার অভিযোগ উঠেছে, তার নাম মো. আরাফাত। সড়ক অবরোধ প্রসঙ্গে জানতে চাইলে সে জানায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ম অমান্য করে অতিরিক্ত ভর্তি ফি আদায় করে আসছেন। এসএসসির ফরম পূরণেও ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করে আত্মসাৎ করা হয়। বিদ্যালয়ের সংস্কারকাজেও অনিয়ম করে আসছেন প্রধান শিক্ষক। এ ছাড়া প্রধান শিক্ষক বিদ্যালয়েও নিয়মিত আসেন না। তাই শিক্ষার্থীরা তাঁর অপসারণ দাবি করে আসছে।
শিক্ষার্থীদের অভিযোগ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজি উল্লাহর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি কল রিসিভ করেননি। খুদে বার্তা পাঠিয়েও তাঁর সাড়া পাওয়া যায়নি। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কাইছার হামিদ দুপুর সাড়ে ১২টায় প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেয়নি। বিষয়টি ইউএনও কার্যালয়ে বৈঠকের মাধ্যমে সমাধানের প্রক্রিয়া চলছে।
জানতে চাইলে মহেশখালীর ইউএনও মো. হেদায়েত উল্যাহ প্রথম আলোকে বলেন, ছাত্র প্রতিনিধি ও শিক্ষকদের তাঁর কার্যালয়ে ডাকা হয়েছে। তাঁদের সঙ্গে বৈঠক করে বিষয়টি কীভাবে সমাধান করা যায়, সেই চেষ্টা চলছে।