কুমারখালীতে দুই ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু

লাশপ্রতীকী ছবি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেলের মৃত্যুর দুই ঘণ্টার মধ্যে বাবাও মারা গেছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউড়িয়া মণ্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় মাতম চলছে।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউড়িয়া মণ্ডলপাড়া গ্রামের কাবিল মণ্ডল (৭০) ও তাঁর ছেলে আবিদুল মণ্ডল (৪৫)। ছেলের মৃত্যুর খবর সহ্য করতে না পেরে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে কাবিল মারা যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকালে বাড়িতে আবিদুল মণ্ডল অসুস্থ হয়ে পড়লে স্বজনেরা তাঁকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। দুপুর ১২টার দিকে আবিদুলের অবস্থার অবনতি হলে তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর ছেলের মৃত্যুর সংবাদ শুনে বাবা কাবিল মণ্ডল গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন।

বিকেলে সরেজমিনে দেখা গেছে, বাড়ির পাশে ফাঁকা জায়গায় পাশাপাশি দুটি স্টিলের খাটিয়ায় বাবা-ছেলের লাশ রাখা। প্রতিবেশী ও স্বজনেরা খাটিয়ার পাশে ভিড় করে কান্নাকাটি করছেন। স্থানীয় বাসিন্দা কাজী তুহিন বলেন, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত (স্ট্রোক) কারণে প্রথমে ছেলে মারা যান। পরে ছেলের মৃত্যুর খবর শুনে বাবাও মারা যায়। মৃত ব্যক্তিরা তাঁর স্বজন। বাবা-ছেলের এমন মৃত্যুতে এলাকায় মাতম চলছে।

চাপড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, মাত্র দুই ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারা গেছেন। কুমারখালী থানার উপপরিদর্শক মো. এমদাদুল হক জানান, ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুর ঘটনাটি তিনি লোকমুখে জানতে পেরেছেন।