পুলিশকে বোকা বানালেন, আটকে গেলেন আঙুলের ছাপে
মাদকসহ এক নারীকে গ্রেপ্তার করে থানায় আনে পুলিশ। মাদক মামলায় তাঁকে পাঠানো হয় আদালতে। থানায় এবং আদালতে আসামি নিজের যে নাম–পরিচয় দিয়েছিলেন, কারাগারে আনার পর দেখা গেল তার সবই ভুয়া। কারা কর্তৃপক্ষ বায়োমেট্রিক যন্ত্রে আঙুলের ছাপ নেওয়ার পর তাঁর আসল পরিচয় বেরিয়ে আসে। জামিনে বেরিয়ে আবার গ্রেপ্তার না হতে এই নারী মিথ্যা পরিচয় দিয়েছিলেন বলে স্বীকার করেন। চট্টগ্রাম কারা কর্তৃপক্ষ বিষয়টি গত সোমবার লিখিতভাবে আদালতকে জানিয়েছে।