মাদারীপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী যুবকের

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

মাদারীপুরের রাজৈর উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আমগ্রাম ব্রিজ এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া যুবকের নাম স্বপন মিয়া (২৮)। তিনি রাজৈর উপজেলার গঙ্গাবর্দী এলাকার সোনা মিয়া শেখের ছেলে। স্বপন স্থানীয় একটি তেলের পাম্পে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বপন মোটরসাইকেল নিয়ে গঙ্গাবর্দী এলাকায় তাঁর নিজ বাসায় ফিরছিলেন। বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী সাকুরা পরিবহনের যাত্রীবাহী বাসের চালক আমগ্রাম ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারান। তখন বাসটি মোটরসাইকেল আরোহী স্বপনকে ধাক্কা দেয়। এতে বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় স্বপনকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, ওই যুবকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসচালককে আটক করা সম্ভব হয়নি। তবে বাসটি জব্দ করা হয়েছে। ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর অংশের সড়ক সরু ও বিপজ্জনক। সড়কে একাধিক বাঁক ও মোড় রয়েছে। পদ্মা সেতু চালুর পর থেকে এ মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এ কারণে মহাসড়কে দুর্ঘটনায় প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটছে।