সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে বাসের চাপায় দুজন নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পোস্টকামুরী চরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন উপজেলা সদরের পোস্টকামুরী পূর্বপাড়া (সওদাগরপাড়া) এলাকার আতিক মিয়া (৫০) ও জুয়েল মিয়া (৩৩)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আতিক ও জুয়েল গতকাল রাত সাড়ে সাতটার দিকে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি যাওয়ার জন্য চরপাড়া এলাকার রাস্তা পার হচ্ছিলেন। এ সময় টাঙ্গাইলগামী যাত্রীবাহী একটি বাস তাঁদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আতিক মারা যান। গুরুতর অবস্থায় জুয়েলকে উদ্ধার করে স্থানীয় লোকজন মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে নিলে সেখানে রাত সাড়ে আটটার দিকে তিনি মারা যান।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা টুটুল বলেন, দুজনের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।