পুলিশ ও স্থানীয় লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ সকালে আশ্রয়শিবিরের বি-৩৫ ব্লকে বহিরাগত কয়েকজন দুর্বৃত্ত সশস্ত্র অবস্থায় প্রবেশের চেষ্টা করে। এ সময় ক্যাম্পে অবস্থান করা প্রতিপক্ষ গ্রুপের সদস্যরা দুর্বৃত্তদের লক্ষ্য করে গুলি ছোড়ে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলি শুরু। প্রায় ১০ মিনিট ধরে দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলে। এ সময় মোহাম্মদ রফিক গুলিবিদ্ধ হন। খবর পেয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা ঘটনাস্থলে এলে দুর্বৃত্তরা সেখান থেকে পালিয়ে যায়।
ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, গুলিবিদ্ধ রফিককে স্থানীয় লোকজন উদ্ধার করে ব্র্যাক পরিচালিত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। তবে রফিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটেছে। পুলিশ এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আটকের জন্য অভিযান চালাচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।