ময়মনসিংহে ছাত্রদল নেতার বাড়িতে মিলল দেশি অস্ত্র, বিদেশি মদ

ময়মনসিংহের ভালুকায় ছাত্রদল নেতার বাসা থেকে উদ্ধার করা হয় দেশীয় অস্ত্র, মাদক ও গাজা সেবনের সরঞ্জাম
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় অভিযান চালিয়ে ছাত্রদল নেতার বাড়ি থেকে দেশি অস্ত্র, বিদেশি মদ ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ছাত্রদলের দুজন নেতার বিরুদ্ধে আজ বুধবার থানায় মামলা করেছে।
অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলার আসামিরা হলেন মো. বিজয় মন্ডল (২৪) ও মো. শাহিন মন্ডল (২৫)। বিজয় উপজেলার ৯ নম্বর কাচিনা ইউনিয়ন শাখা ছাত্রদলের যুগ্ম সম্পাদক এবং মো. শাহিন মন্ডল ওই ইউনিয়ন শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে কাচিনা ইউনিয়নের বাটাজোড় গ্রামে ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক বিজয় মন্ডলের বাসায় এক ব্যক্তি দেশি অস্ত্রসহ অবস্থান করছেন—এমন খবরের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ ওই বাসায় অভিযান চালায়। রাত দেড়টার দিকে চালানো অভিযানের সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে বিজয় ও শাহিন পালিয়ে যান। এ সময় তল্লাশি চালিয়ে ছুরি, চায়নিজ কুড়াল, সুইচ গিয়ার চাকু, দুটি বিদেশি মদের বোতল ও গাঁজা সেবনের তিনটি সরঞ্জাম জব্দ করা হয়। ওই দুজন অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় প্রভাব বিস্তার ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

ভালুকা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লুৎফর রহমান খান প্রথম আলোকে বলেন, ‘আমরা শুনেছি, ছাত্রদলের দুজন নেতার নামে মামলা হয়েছে। মামলা যে কারও নামেই হতে পারে, মামলা হলেই দোষী প্রমাণিত হয় না।’ তিনি বলেন, তাঁরা বিষয়টি খতিয়ে দেখবেন। অপরাধ প্রমাণিত হলে তাঁরা সাংগঠনিক ব্যবস্থা নেবেন।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবীর বলেন, ছাত্রদলের অভিযুক্ত দুই নেতাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।