চুয়াডাঙ্গায় ছাত্রীকে যৌন হয়রানির মামলায় সহকারী শিক্ষক গ্রেপ্তার
চুয়াডাঙ্গায় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে করা মামলায় পুলিশ বিদ্যালয়টির ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক শাকিল আরাফাতকে (৩৫) গ্রেপ্তার করেছে। সদর থানার পুলিশ গত রোববার বিকেলে শহরের ভাড়া বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার শাকিল আরাফাতের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায়। ২০১৮ সালে তিনি এই বিদ্যালয়ে যোগ দেন। তিনি স্ত্রী ও আড়াই বছরের ছেলেকে নিয়ে শহরে ভাড়া বাসায় থাকতেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শাকিল আরাফাত শিক্ষকতার পাশাপাশি নিজের বাসায় প্রাইভেট পড়াতেন। ওই ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে যৌন হয়রানি করেন তিনি। মেয়েটি বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরে ছাত্রীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা করেন।
এ বিষয়ে জানতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিল আরা চৌধুরীর মুঠোফোনে কল করলে তিনি বলেন, ‘ভুক্তভোগী ছাত্রী বা তার অভিভাবক কেউই আমাকে বিষয়টা জানাননি।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাব্বুর রহমান বলেছেন, ভুক্তভোগী ছাত্রীর বাবার করা মামলায় শিক্ষক শাকিল আরাফাতকে গ্রেপ্তার করা হয়েছে।