সিলেটে এবার ট্রাকের পাথরের নিচে ‌মিলল ৮৪ বস্তা ভারতীয় কাপড়

উদ্ধার করা ভারতীয় কাপড়ছবি: প্রথম আলো

সিলেটে কৌশলে পাথরের নিচে চাপা দিয়ে ভারতীয় কাপড় চোরাচালানের সময় এক ট্রাকচালক ও তাঁর সহযোগীকে আটক করেছে পুলিশ। এ সময় লুকানো অবস্থায় ৮৪ বস্তা ভারতীয় কাপড় জব্দ করা হয়।

গতকাল সোমবার সকালে সিলেটের বটেশ্বর এলাকা থেকে ভারতীয় কাপড়ের চালানটি আটক করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে সিলেট মহানগর পুলিশ।

আরও পড়ুন

আটক ব্যক্তিরা হলেন রাজশাহীর মতিহার থানার মোহননীড় বুধপাড়া গ্রামের শাকিল ইসলাম এবং একই উপজেলার গনির দালান গ্রামের মারুফ ইসলাম। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত আরেক ব্যক্তি পালিয়ে যান বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট–তামা‌বিল আঞ্চ‌লিক মহাসড়কের বটেশ্বর জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে একটি ট্রাক আটক করে পুলিশ। ট্রাকটিতে পাথর বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানান চালক। কিন্তু সন্দেহ হলে পাথর সরাতেই নিচ থেকে কাপড়ের চালান বের হয়ে আসে। এ সময় ট্রাক থেকে পৃথক ৮৪টি বস্তায় রাখা ৩ হাজার ৯৬২টি ভারতীয় শাড়ি ও ২০২টি লেহেঙ্গা জব্দ করা হয়। উদ্ধার করা কাপড়ের বাজারমূল্য প্রায় ১ কোটি ৮২ লাখ ৭২ হাজার টাকা।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ট্রাকটি আটকের পর জব্দতা‌লিকা প্রস্তুত করে শাহপরাণ থানা-পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে। ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।