সুন্দরবনে একটি মৃত হরিণ, ১৬ কেজি মাংস ও ৫০০ ফুট হরিণের ফাঁদ উদ্ধার

সাতক্ষীরায় সুন্দরবনের হাতিভাঙ্গা নদী-সংলগ্ন আড়েরদুনি খাল এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা মৃত হরিণ, হরিণের মাংস ও হরিণ শিকারের ফাঁদ
ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় সুন্দরবনে অভিযান চালিয়ে একটি মৃত হরিণ, ১৬ কেজি হরিণের মাংস ও ৫০০ ফুট হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করা হয়েছে। সাতক্ষীরা রেঞ্জের কদমতলা ফরেস্ট স্টেশন কার্যালয়ের সদস্যরা এ অভিযান চালান। আজ সোমবার আদালতের নির্দেশে হরিণ ও মাংস আদালত চত্বরের নির্দিষ্ট স্থানে পুঁতে ফেলা হয়েছে।

সাতক্ষীরা রেঞ্জের কদমতলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. সোলায়মান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রোববার সকাল সাড়ে ৯টার দিকে তাঁর নেতৃত্বে বনকর্মীরা গহিন সুন্দরবনের হাতিভাঙ্গা নদী-সংলগ্ন আড়েরদুনি খাল এলাকায় অভিযান চালান। এ সময় বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে শিকারিরা হরিণ, মাংস ও ফাঁদ ফেলে সুন্দরবনের গহিনে পালিয়ে যান। পরে বনকর্মীরা ওই এলাকা থেকে একটি মৃত হরিণ, ১৬ কেজি হরিণের মাংস ও ৫০০ ফুট হরিণ ধরা ফাঁদ উদ্ধার করেন। এ ঘটনায় কদমতলা স্টেশন কর্মকর্তা সোলায়মান হোসেন বন আইনে মামলা করেছেন।

স্টেশন কর্মকর্তা আরও জানান, জব্দ করা হরিণ ও মাংস সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে। আজ সাতক্ষীরার আমলি আদালত-২-এর নির্দেশে হরিণ ও মাংস আদালত চত্বরের নির্দিষ্ট স্থানে পুঁতে ফেলা হয়েছে। হরিণ ধরার ফাঁদ পুড়িয়ে ফেলা হচ্ছে। পাশাপাশি শিকারিদের চিহ্নিত করে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।