তুরাগে মাদক ব্যবসায়ীদের ধরতে গিয়ে ছুরিকাঘাতে এসআই আহত

ছুরিকাঘাত
প্রতীকী ছবি

রাজধানীর তুরাগের ফুলবাড়িয়া এলাকায় মাদক ব্যবসায়ীদের ধরতে গিয়ে ছুরিকাঘাতে পুলিশের একজন উপপরিদর্শক (এসআই) গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে ফুলবাড়িয়ার টেকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর অবস্থায় এসআই মো. শাহিনুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি তুরাগ থানায় কর্মরত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলবাড়িয়ার টেকপাড়া এলাকায় স্থানীয় বিল্লাল হাজীর বাসার ছাদে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক বেচাকেনা করছেন, এমন খবর পায় পুলিশ। ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে এই মাদক ব্যবসায়ীদের ধরতে ঘটনাস্থলে যান তুরাগ থানার এসআই শাহিনুর রহমান, এসআই মাহবুব ও একজন আনসার সদস্য। ঘটনার সত্যতা জানতে বাসার ছাদে ওঠেন তাঁরা। এ সময় পুলিশ দেখে পালিয়ে যান কয়েক মাদক ব্যবসায়ী। কিন্তু এর মধ্যেই বাড়ির মালিক বিল্লাল হাজীর ছেলে আবদুর রউফ অতর্কিতভাবে শাহিনুরের ওপর ঝাঁপিয়ে পড়েন। তাঁর বুকে ছুরি দিয়ে আঘাত করেন।

এতে ঘটনাস্থলে পড়ে যান শাহিনুর। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে নেওয়া হয় উত্তরার একটি বেসরকারি হাসপাতালে। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মওদুত হাওলাদার প্রথম আলোকে বলেন, বিল্লাহ হাজীর ছেলে আবদুর রউফ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। মূলত রউফ বাসার ছাদে বসে মাদক কেনাবেচা করছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে তিনি এভাবে অতর্কিত হামলা চালান। আহত শাহিনুর বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। আসামিকে ধরার চেষ্টা চলছে।