সিংড়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশাচালক নিহত, আহত ২

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

নাটোরের সিংড়া উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার দুই যাত্রী আহত হয়েছেন। আজ শনিবার সকালে সিংড়ার চৌগ্রাম মুচিপাড়া এলাকায় নাটোর-বগুড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম (৩৪)। তিনি উপজেলার ছোট চৌগ্রামের মৃত আবদুস সোবহানের ছেলে। আহত ব্যক্তিদের মধ্যে বুলবুল হোসেনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অপর ব্যক্তি সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।

ঝলমলিয়া হাইওয়ে থানার পুলিশ সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম দুজন যাত্রী নিয়ে চৌগ্রামের দিকে যাচ্ছিলেন। পথে চৌগ্রাম মুচিপাড়া এলাকায় পেছন থেকে আসা ট্রাক ওই অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাচালক রফিকুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন আহত দুই যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

ঝলমলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক জুবায়ের হোসেন বলেন, নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার ট্রাকসহ চালক পালিয়ে গেছেন।