ব্যবসায়ীকে মোটরসাইকেলচালকের ধাক্কা, প্রতিবাদ করায় ‘শ্রমিক দল নেতার নেতৃত্বে’ হামলা
সিরাজগঞ্জের চৌহালীতে এক যুবক বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে একজন ব্যবসায়ীকে ধাক্কা দেন। এর প্রতিবাদ করায় কয়েকজন ব্যবসায়ীর ওপর বিএনপি নেতার নেতৃত্বে হামলার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার এনায়েতপুর হাট এলাকায় এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় চার ব্যবসায়ী আহত হয়েছেন।
মোটরসাইকেলের ওই চালকের নাম শাহীন হোসেন (২৪)। তাঁর বাবা সানোয়ার হোসেন এনায়েতপুর থানা শ্রমিক দলের সভাপতি। চাচা আবদুর রাজ্জাক শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক। আরেক চাচা সাইদুল ইসলাম এনায়েতপুর থানা যুবদলের সদস্যসচিব। ওই উপজেলার খোকশাবাড়ী গ্রামে তাঁদের বাড়ি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার সকালে এনায়েতপুর হাটের কাগজ ব্যবসায়ী বাবুল হোসেন হাট এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় তাঁকে দ্রুতগতির মোটরসাইকেলে ধাক্কা দেন শাহিন হোসেন। এতে বাবলু হোসেন আহত হন। এ দুর্ঘটনার জন্য মোটরসাইকেলচালক শাহীনকে থামিয়ে এর প্রতিবাদ জানান হাটের ব্যবসায়ীরা। এরপর সেখান থেকে শাহিন গিয়ে বাবা–চাচাদের বিষয়টি জানান। এরপর শ্রমিক দলনেতা সানোয়ার হোসেন, আবদুর রাজ্জাক, সাইদুল ইসলামসহ ৪০ থেকে ৪৫ জন লাঠিসোঁটা নিয়ে এসে আহত বাবুল হোসেনকে তাঁর দোকানে ফেলে মারধর করেন। তখন ব্যবসায়ী ও এনায়েতপুর হাট বণিক সমিতির পরিচালক সালাউদ্দিন, সাবেক পরিচালক সেলিম মণ্ডল ও আক্তার হোসেন এগিয়ে এলে তাঁদেরও মারধর করা হয়। এরপর বাবুল হোসেন ও সেলিম মণ্ডলকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় আহত বাবুল হোসেনের ছেলে শরিফুল ইসলাম বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। শরিফুল ইসলাম বলেন, ‘আমার বৃদ্ধ ব্যবসায়ী বাবাকে দফায় দফায় মারধর করেছে তারা। ঠেকাতে গিয়ে বণিক সমিতির দুই পরিচালকসহ তিন ব্যবসায়ী আহত হয়েছেন। আমাদের দোকান থেকে আড়াই লাখ টাকার মতো লুট হয়েছে।’
অভিযোগের বিষয়ে বিএনপি নেতা আবদুর রাজ্জাক বলেন, ‘আমার ভাতিজার মোটরসাইকেলে হালকা একটু ধাক্কা লেগেছিল। যে কারণে হাটের ব্যবসায়ীরা তাঁকে মারধর করেছে। বিষয়টি শোনার পর আমরা সেখানে গিয়েছিলাম। ওই সময় কথা–কাটাকাটির এক পর্যায়ে একটু হাতাহাতির ঘটনা ঘটেছে। অন্য কিছু নয়।’
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনারুল ইসলাম প্রথম আলোকে জানান, বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়টি নজরে আনা হলে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রথম আলোকে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকে ছাড় দেওয়া হবে না। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।