নরসিংদীতে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকের চালক নিহত

নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে পাথর ও টাইলসবাহী দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন
ছবি: সংগৃহীত

নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে পাথর ও টাইলসবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাক দুটির চালকের দুই সহকারী। আজ শনিবার ভোর ছয়টার দিকে উপজেলার মাহমুদাবাদ গ্রামের নামাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই ট্রাকচালক হলেন বগুড়ার শিবগঞ্জের বালিকান্দা গ্রামের আবু হাশেম (২১) ও ভোলার চরফ্যাশনের উত্তর চরমণ্ডল গ্রামের মো. মফিজুল পাটোয়ারী (২৮)। আবু হাশেম টাইলসবোঝাই ট্রাকের এবং মো. মফিজুল পাটোয়ারী পাথরবোঝাই ট্রাকের চালক ছিলেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক ধরে পাথরবোঝাই ট্রাকটি ঢাকার দিকে ও টাইলসবোঝাই ট্রাকটি কিশোরগঞ্জের ভৈরবের দিকে যাচ্ছিল। ভোর ছয়টার দিকে নামাপাড়া এলাকা অতিক্রমের সময় ট্রাক দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাক দুটির সামনের অংশ দুমড়ে–মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুই চালক নিহত হন। গুরুতর আহত হন ট্রাক দুটির চালকের দুই সহকারী।

স্থানীয় লোকজন দুই সহকারীকে ট্রাকের ভেতর থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই চালকের লাশ উদ্ধার করে। উদ্ধারকাজে যুক্ত হন রায়পুরা থানা ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ট্রাক দুটির ড্রাইভিং সিটে বসে থাকা অবস্থায় দুই চালকের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, দুই চালক তন্দ্রাচ্ছন্ন ছিলেন, তাই এই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। মহাসড়কে পাথরের নিচে কেউ চাপা পড়ে আছেন কি না, তা উদ্ধার অভিযান শেষ হলে বলা যাবে।