চকরিয়ায় নির্মাণাধীন ভবনের মই পড়ে দুই পথচারীর মৃত্যু

নিহত
প্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়ায় একটি বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের মই পড়ে দুই পথচারী মারা গেছেন। শনিবার বিকেল পাঁচটার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের খোন্দকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

নিহত ব্যক্তিরা হলেন সোলতান আহমদ (৫০) ও আবদুস শুক্কুর (৫৫)। তাঁদের বাড়ি ফাঁসিয়াখালী ইউনিয়নের গাবতলী বাজার এলাকায়।

স্থানীয় লোকজন বলেন, কয়েক মাস ধরে ১ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে খোন্দকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের কাজ চলছে। ভবনের ওপরের অংশে কাজ করতে নির্মাণশ্রমিকেরা মই বাঁধেন। এ সময় রশি ছিঁড়ে মই নিচে পড়ে যায়। এতে নিচে দুজন পথচারীর গায়ের ওপর পড়লে তাঁরা ঘটনাস্থলেই মারা যান।

লাশ দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

খোন্দকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মনসুর মহসিন প্রথম আলোকে বলেন, নিহত সোলতান আহমদ ও আবদুস শুক্কুর পথ দিয়ে যাওয়ার সময় ভবনের কাজ দেখছিলেন। এ সময় ওপর থেকে রশি ছিঁড়ে মই তাঁদের ওপর পড়ে। ঘটনাস্থলে নিহত হন তাঁরা।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী প্রথম আলোকে বলেন, লাশগুলো উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। লাশগুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।