সড়কে সিমেন্ট–বোঝাই ট্রাক উল্টে যানবাহন চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি

চট্টগ্রামের মিরসরাইয়ের করেরহাট ইউনিয়নে বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কের নয়টিলা মাজার এলাকায় সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে বন্ধ হয়ে যায় সড়ক। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরাছবি: সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে বারইয়ারহাট–খাগড়াছড়ি সড়কে সিমেন্ট–বোঝাই একটি ট্রাক উল্টে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। আজ রোববার বেলা সাড়ে ১১টায় উপজেলার করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বেলা দুইটা পর্যন্ত উল্টে যাওয়া ট্রাকটির পাশে এক্সকাভেটর দিয়ে বিকল্প সড়ক তৈরি করে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন পুলিশ ও স্থানীয় লোকজন।

স্থানীয় বাসিন্দা রাজীব ত্রিপুরা প্রথম আলোকে বলেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে বারইয়ারহাট–খাগড়াছড়ি সড়ক দিয়ে সিমেন্ট–বোঝাই একটি ট্রাক খাগড়াছড়ি শহরের দিকে যাচ্ছিল। পথে করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজার এলাকায় পাহাড়ি খাড়া রাস্তা ধরে ওঠার সময় চালক নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনাকবলিত হয়ে সড়কের ওপর আড়াআড়িভাবে ট্রাকটি উল্টে যায়। এ সময় দুই লেনের সড়কটিতে সব ধরনের যাত্রীবাহী ও মালবাহী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার পর খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন এক্সকাভেটর এনে উল্টে যাওয়া ট্রাকের পাশে তাৎক্ষণিক একটি বিকল্প সড়ক তৈরি করে ছোট যানবাহনগুলো চলাচলের ব্যবস্থা করে দেন।

এ বিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম প্রথম আলোকে বলেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজার এলাকায় পাহাড়ি খাড়া রাস্তা দিয়ে উঠতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে সিমেন্ট–বোঝাই একটি ট্রাক সড়কের ওপর উল্টে যায়। এতে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে এক্সকাভেটর দিয়ে এক পাশে বিকল্প রাস্তা করে ছোট যানবাহনগুলো চলাচলের ব্যবস্থা করা হয়। উল্টে যাওয়া ট্রাকটি সরিয়ে নিতে কাজ চলছে। তবে এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সড়কের এই অংশে পাহাড়ি খাড়া রাস্তায় প্রায় সময় দুর্ঘটনা ঘটে।