ফরিদপুরে খেলা দেখার সময় অসুস্থ হয়ে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের গাজনা গ্রামে বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের খেলা দেখার সময় অসুস্থ হয়ে পড়েন আর্জেন্টিনার সমর্থক মানবেন্দ্র সাহা (৪৪)। এ কারণে খেলা শেষ হওয়ার আগেই বাড়িতে চলে তিনি। আজ শনিবার ভোরে বাড়িতে তাঁর মৃত্যু হয়।

মানবেন্দ্র সাহা ওই গ্রামের বাসিন্দা মৃত মনোজ কুমার সাহার ছেলে। তাঁর দুই বছর বয়সী একটি মেয়েসন্তান রয়েছে। তিনি গাজনা বাজারের একটি ওষুধের দোকানের মালিক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও গাজনা পূর্ণচন্দ্র বহুমুখী উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক উৎপল কুমার ভৌমিক প্রথম আলোকে বলেন, ‘৯ ডিসেম্বর রাতে মানবেন্দ্র সাহা গাজনা বাজারে বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডসের খেলা দেখছিলেন। ৯০ মিনিটের খেলায় নেদারল্যান্ডসের দেওয়া গোলে খেলা সমতা (২-২) হয়। এ সময় ঘামতে থাকেন মানবেন্দ্র। স্থানীয় অন্য সবাই তাঁকে বাড়িতে পাঠিয়ে দেন। সকালে ঘুম থেকে উঠে তাঁর মৃত্যুসংবাদ পাই।’

মানবেন্দ্র সাহা একজন আর্জেন্টিনার পাগল ভক্ত ছিলেন বলে জানিয়েছেন গাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া।

তিনি বলেন, রাতে গাজনা বাজারে খেলা দেখছিলেন মানবেন্দ্র। ৯০ মিনিটের খেলা ড্র (২–২) হলে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় খেলা শেষ হওয়ার আগেই বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় তাঁকে। ধারণা করা হচ্ছে, বাড়িতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।

মানবেন্দ্র সাহার ছোটভাই গাজনা মাহমুদুন্নবী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক চন্দ্রদ্বীপ সাহা বলেন, বাড়িতে আসার পর মানবেন্দ্র অতিরিক্ত ৩০ মিনিট সময়ের খেলা দেখেন। পেনাল্টি শুরু হওয়ার আগে বুকে ব্যথা নিয়ে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। আজ বিকেল সাড়ে ৫টার দিকে গাজনা-ব্যসদী শ্মশাণঘাটে মানবেন্দ্রের শেষকৃত্য সম্পন্ন হয়।