গোয়ালন্দে ঘুমের মধ্যে পুড়ে অঙ্গার একই পরিবারের দুজন

একই পরিবারের দুইজনকে হারিয়ে স্বজনদের আহাজারি। গতকাল রাতে দৌলতদিয়া ইউনিয়নের আনছের ব্যাপারীপাড়া গ্রামে
ছবি: প্রথম আলো

রাজবাড়ীর গোয়ালন্দে অগ্নিকাণ্ডের ঘটনায় এক বৃদ্ধা ও এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের আনছের ব্যাপারীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত দুজন হলেন দৌলতদিয়া ইউনিয়নের আনছের ব্যাপারীপাড়া গ্রামের মৃত রহমান আলী মোল্লার স্ত্রী বড় বিবি (৯০) ও তাঁর নাতি রমজান মোল্লার মেয়ে তাছমিয়া আক্তার (৯)। তাছমিয়া গোয়ালন্দ শহরের লোটাস কলেজিয়েট স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী।

গোয়ালন্দ ঘাট থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে আনছের ব্যাপারীপাড়া গ্রামের কৃষক ঠাণ্ডু মোল্লার টিনের বাড়িতে হঠাৎ করে আগুন লাগে। এ সময় চৌচালা টিনের ঘরে ঠাণ্ডু মোল্লার মা বড় বিবি ও ঠাণ্ডু মোল্লার নাতনি তাছমিয়া আক্তার একই খাটে ঘুমিয়ে ছিলেন। আগুনের উত্তাপে ওই বাড়ির রান্নাঘরে থাকা এলপিজি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এদিকে বড় বিবি ও তাছমিয়া ঘরের মধ্যে আটকা পড়েন।

এ সময় স্থানীয় লোকজন পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে রাত সাড়ে নয়টার দিকে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রায় ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।  ততক্ষণে বৃদ্ধা বড় বিবি ও শিশু তাছমিয়া আক্তার আগুনে পুড়ে মারা যান।

খবর পেয়ে রাতেই গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার ঘটনাস্থলে যান। এ সময় উপজেলা চেয়ারম্যান ভুক্তভোগী পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ তুলে দেন।

ঘটনাস্থল থেকে রাত সাড়ে ১১টার দিকে গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ঘরের আগুন থেকে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটলে মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এ কারণে দুজনকে ঘর থেকে বের করা যায়নি।

গোয়ালন্দ ফায়ার সার্ভিসের স্টেশনের লিডার মো. সাবেকুল ইসলাম বলেন, রাত সোয়া ৯টার দিকে তাঁরা আগুন লাগার খবর পান। খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নিয়ন্ত্রণে এলে ঘরের ভেতরে পোড়া স্তূপ থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়। আগুনে দুটি টিনের ঘর ও একটি রান্নাঘর পুড়ে গেছে।