বগুড়ায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল যুবকের

ট্রেনে কাটা পড়ে মৃত্যু
প্রতীকী ছবি

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার আলতাফনগর রেলস্টেশনের পাশে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থলটি সান্তাহার রেলওয়ে থানার মধ্যে পড়েছে।

নিহত যুবকের নাম কাজল প্রামাণিক (৩৪)। তিনি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা সদরের ধনজয় প্রামাণিকের ছেলে।

সান্তাহার রেলওয়ে থানার পুলিশ জানায়, আজ সকাল নয়টা পাঁচ মিনিটের দিকে আন্তনগর করতোয়া এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার রেলস্টেশন থেকে ছেড়ে যায়। সাড়ে নয়টার দিকে ট্রেনটি আলতাফনগর স্টেশন অতিক্রম করলে কাজল নামের ওই ব্যক্তির লাশ রেললাইনে পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে রেলওয়ে থানার পুলিশ লাশটি উদ্ধার করে।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুক্তার হোসেন বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।