নোয়াখালীতে পানিতে ডুবে ১৩ মাসের শিশুর মৃত্যু

রাইসা আক্তার

নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা গ্রামে পুকুরের পানিতে ডুবে ১৩ মাস বয়সী এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম রাইসা আক্তার। আজ বৃহস্পতিবার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে শিশু রাইসার মা তাকে পুকুরপাড়ে বসিয়ে রেখে ঘাটে কাপড় কাচছিলেন। এ সময় মায়ের অগোচরে রাইসা পানিতে পড়ে যায়। তাকে পুকুরঘাটে না দেখে পরিবারের সদস্যরা বাড়ির আশপাশে খোঁজাখুঁজি করেন। পরে সকাল নয়টার দিকে পুকুর থেকে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বাবার নাম আনোয়ারুল আজিম।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. মনির হোসেন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন। তবে পরিবারের পক্ষ থেকে থানায় বিষয়টি জানানো হয়নি।