ছুরিকাঘাতে নিহত শিক্ষার্থী বুলবুল স্মরণে ফুটবল প্রতিযোগিতা

সিলেটে অবস্থিত শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুলবুল স্মরণে আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়েরা। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল মাঠে
ছবি: প্রথম আলো

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. বুলবুল আহমেদ স্মরণে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ‘বুলবুল মেমোরিয়াল ফুটবল চ্যাম্পিয়নস লিগ’ নামের এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রিবেল হিয়ার্টস। আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

লোকপ্রশাসন বিভাগের আয়োজনে ১৫ সেপ্টেম্বর থেকে ছয়টি দলের অংশগ্রহণে প্রতিযোগিতা শুরু হয়েছিল। আজ বৃহস্পতিবার বিকেলে চূড়ান্ত প্রতিযোগিতা শেষে সন্ধ্যা সাড়ে ছয়টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের পাদদেশে বিজয়ী ও রানার্স আপ দলকে পুরস্কৃত করা হয়। বিজয়ী দল রিবেল হিয়ার্টসকে ট্রফিসহ নগদ ১০ হাজার টাকা ও রানার্স আপ দলকে ট্রফিসহ ৬ হাজার টাকা দেওয়া হয়েছে। রিবেল হিয়ার্টস ১-০ গোলে জয়ী হয়।

পুরস্কার বিতরণী পর্বে লোকপ্রশাসন বিভাগের প্রধান শফিকুল ইসলাম, অধ্যাপক আশরাফ সিদ্দিকী, ইসমত আরা, বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা শাহাদাত চৌধুরী, লোকপ্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থী আশরাফ কামাল ও সুমন মিয়া উপস্থিত ছিলেন।

গত ২৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাশে গাজী-কালু টিলা লাগোয়া ‘নিউজিল্যান্ড’ এলাকায় বেড়াতে গিয়ে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হন মো. বুলবুল আহমেদ। এ ঘটনায় রাতেই সিলেট মহানগরের জালালাবাদ থানায় হত্যা মামলা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন। এ ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত বুলবুল বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলের ২১৮ নম্বর কক্ষে থাকতেন। তাঁর বাড়ি নরসিংদী সদর উপজেলার নন্দীপাড়া গ্রামে। বুলবুল হত্যাকাণ্ডের পর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা দোষী ব্যক্তিদের বিচার ও ক্যাম্পাসে নিরাপত্তা বাড়ানোর দাবিতে একাধিক কর্মসূচি পালন করেন।