এক সদস্য প্রার্থী পাননি কোনো ভোট

জেলা পরিষদ নির্বাচন

চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে ১৩ নম্বর ওয়ার্ডের (বাঁশখালী উপজেলা) একজন সদস্য প্রার্থী একটি ভোটও পাননি। উপজেলার বাঁশখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে আজ সোমবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

বেলা আড়াইটার দিকে প্রিসাইডিং কর্মকর্তা (উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা) মো. শওকতুজ্জামান উপজেলার ফল ঘোষণা করেন।

শওকতুজ্জামান জানান, ১৩ নম্বর ওয়ার্ড থেকে সদস্য পদ ও সংরক্ষিত সদস্য (মহিলা) পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ৮৯ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন নুরুল মোস্তফা সিকদার (ক্রিকেট ব্যাট প্রতীক)।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোজাম্মেল হক সিকদার (উটপাখি) পেয়েছেন ৩৭ ভোট। এক ভোটও পাননি ঘুড়ি প্রতীকের কল্যাণ বড়ুয়া।

এ ছাড়া জিল্লুল করিম শরীফ (অটোরিকশা) ১৭ ভোট, মোহাম্মদ আবদুল আজিজ চৌধুরী (বৈদ্যুতিক পাখা) ২ ভোট, মোহাম্মদ আলমগীর কবির (টিউবওয়েল) ২৩ ভোট, মোহাম্মদ খালেকুজ্জামান (তালা) ১ ভোট, মো. নুর হোছাইন (টিফিন ক্যারিয়ার) ৬ ভোট, মো. হামিদ উল্লাহ (বক) ১৮ ভোট এবং সাহাদত হোসেন চৌধুরী (হাতি) ২ ভোট পেয়েছেন।

জেলা পরিষদ নির্বাচনে বাঁশখালী উপজেলায় মোট ভোটার ১৯৭ হন। এর মধ্যে পুরুষ ভোটার ১৫১ ও নারী ভোটার ৪৬ জন। ভোট দিয়েছেন ১৯৫ জন।