গাইবান্ধা-পঞ্চগড় পথে রামসাগর এক্সপ্রেস ট্রেনের চলাচল শুরু

গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ে স্টেশনে আজ মঙ্গলবার দুপুরে রামসাগর ট্রেনের উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম
ছবি: প্রথম আলো

দীর্ঘ এক যুগ পর আজ মঙ্গলবার থেকে যাত্রা শুরু করেছে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া থেকে পঞ্চগড় রুটে চলাচল করা রামসাগর এক্সপ্রেস ট্রেন। আজ দুপুর একটার দিকে বোনারপাড়া রেলওয়ে স্টেশন চত্বরে ট্রেনটি চলাচলের উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম। উদ্বোধনী ট্রেনে মন্ত্রী বোনারপাড়া থেকে সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা রেলস্টেশন পর্যন্ত যান।

রেলওয়ে সূত্রে জানা গেছে, রামসাগর এক্সপ্রেস ট্রেনটি আগে বোনারপাড়া থেকে গাইবান্ধা হয়ে দিনাজপুর পর্যন্ত চলাচল করত। ২০১১ সালে এটি বন্ধ হয়ে যায়। এরপর ট্রেনটি চালুর দাবিতে স্থানীয় লোকজন আন্দোলন করেন। তাঁদের দাবির মুখে ট্রেনটি চালু করা হয়েছে। এখন থেকে ট্রেনটি পঞ্চগড় পর্যন্ত যাবে। প্রতিদিন ভোর সাড়ে ৫টায় ট্রেনটি বোনারপাড়া স্টেশন থেকে ছাড়বে। সবগুলো স্টেশনে থেমে পঞ্চগড়ে গিয়ে আবার ফিরে আসবে ট্রেনটি।

ট্রেনটির চলাচলের উদ্বোধন উপলক্ষে বোনারপাড়া রেলস্টেশন চত্বরে সুধী সমাবেশের আয়োজন করে সাঘাটা উপজেলা আওয়ামী লীগ। সেখানে বক্তব্য দেন রেলমন্ত্রী নুরুল ইসলাম, জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম, গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান, ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম সেলিম পারভেজসহ আওয়ামী লীগের নেতারা।

সমাবেশে রেলমন্ত্রী বলেন, জাতীয় পার্টি, বিএনপি-জামায়াত সরকারের আমলে রেলওয়ের কোনো উন্নয়ন হয়নি। আওয়ামী লীগ সরকারে এসেই রেলের ব্যাপক উন্নয়ন করে। যমুনা সেতু দিয়ে রেল চলাচলের কারণে উত্তরের সঙ্গে ঢাকার যোগাযোগ সহজ হয়েছে। যমুনা সেতুর পাশে আরেকটি ব্রডগেজ লাইন নির্মাণ করা হচ্ছে। আগামী এক বছরের মধ্যে এই লাইনের কাজসম্পন্ন হবে। এটি নির্মাণ হলে এই লাইনের উদ্বোধনের সঙ্গে গাইবান্ধা এক্সপ্রেস ট্রেনও চালু করা হবে। তিনবিঘা নামে একটি ট্রেন চালু করা হবে। এটি ঢাকা থেকে লালমনিরহাটের মধ্যে চলাচল করবে। এরপর এই রুটে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। সিঙ্গেল গেজ লাইনকে ডাবল গেজ লাইনে পরিণত করা হবে বলে জানান মন্ত্রী নুরুল ইসলাম।

উদ্বোধনের পর রামসাগর এক্সপ্রেসে করে বোনারপাড়া থেকে সাদুল্লাপুরের নলডাঙ্গা রেলস্টেশনে যান রেলমন্ত্রী। সেখানে প্রথমে স্টেশনের আধুনিকায়নের কাজের উদ্বোধন করেন। এরপর বেলা সোয়া তিনটার দিকে নলডাঙ্গা উচ্চবিদ্যালয় মাঠে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় অংশ নেন।